স্টাফ রিপোর্টার
‘কাঁধে থাকবে সাম্যের হাত, বন্ধুত্বের প্রণয়ে হবে বিশ্বমাত’ এ স্লোগান ধারণ করে আবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি-২০০৬ ও এইচএসসি-২০০৮ এর চাঁদপুর জেলার সব বন্ধুদের নিয়ে উচ্ছ্বাস অনুষ্ঠান।
দীর্ঘদিন পর সহপাঠী ও সতীর্থদের কাছে পেয়ে আনন্দে মেতে উঠবে চাঁদপুর ইউনিটি ০৬০৮ শিক্ষার্থীরা। ক্যাম্পাসের সোনালি দিন নিয়ে আলোচনা আর উচ্ছ্বাসে কাটবে তাঁদের সারাটা দিন। স্বল্প সময়ের জন্য হলেও তাঁরা যেন ফিরে পাবে পুরোনো দিনগুলো। সেই লক্ষ্যে কাল ১৭ ডিসেম্বর (শুক্রবার) চাঁদপুর সরকারি কলেজে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী উচ্ছ্বাসে থাকবে বন্ধুদের সাথে উন্মুক্ত পরিচিত হবার সুযোগ, লোগোযুক্ত টি-শার্ট, কমন গিফট, সব বন্ধু মিলে দুপুরে একসাথে খাবার, ছেলে বন্ধু ও মেয়ে বন্ধুদের আলাদা আলাদা খেলা, সকল বন্ধুদের সম্পর্ক অটুট রাখতে এক সাথে ছবি তোলা, জমকালো সাংস্কৃত অনুষ্ঠান এবং সবশেষে থাকবে র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ।
ঐদিন সকাল ১০টার বেলুন উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। রেজিস্ট্রেশনকৃত বন্ধুদের মাঝে টি-শার্ট বিতরণ। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সারা দিনের কার্যক্রম শুরু হবে। পরে জাতীয় সংগীত গেয়ে পরবর্তী ধাপ শুরু হবে। শুভেচ্ছা বক্তব্যের পর শুরু হবে সবার পরিচয় পর্ব।
১৬ ডিসেম্বর, ২০২১।