মোহাম্মদ হাবীব উল্যাহ্
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের মধ্যে মঙ্গলবার (২১ মে) হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন ইভিএম’র মাধ্যমে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে নিñিদ্র নিরাপত্তার ব্যবস্থাসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী।
রোববার (২০ মে) দিবাগত রাত ১২টা থেকে থেকে নির্বাচন পরবর্তী ৬৪ ঘণ্টা জনসভা, মিছিল বা শোভাযাত্রা বন্ধ, আজ সোমবার দিবাগত রাত থেকে আগামিকাল মঙ্গলবার দিবাগত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক ইত্যাদি চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে। এছাড়া গতকাল রোববার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন।
নির্বাচনের আগে ও পরে মোট ৫ দিন পর্যন্ত আচরণ বিধি প্রতিপালন এবং আইনশৃঙ্খলা রক্ষা ও প্রতিরোধে উপজেলায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ প্লাটুন বিজিবি, র্যাব ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স, পুলিশের ১৫টি মোবাইল টিম, ব্যাটালিয়ন আনসারের ১টি ও অঙ্গীভূত আনসারের ১টি টিম এবং প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসারসহ পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্বে নিয়োজিত থাকবেন।
এদিকে নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (২১ মে) উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ২ জন ও বিএনপির ১ জনসহ মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের প্রার্থীরা হলেন- আনারস প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজি ও দোয়াত-কলম প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন।
এছাড়া ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আবু সুফিয়ান মজুমদার রানা। যদিও নির্বাচনে অংশগ্রহণের অপরাধে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে কামরুজ্জামান সুমন একক প্রার্থী হওয়ায় তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একজন আওয়ামী লীগ ও একজন বিএনপির রাজনীতির সাথে জড়িত।
এর মধ্যে পৌর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুবি আক্তার ফুটবল প্রতীক এবং জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া আক্তার প্রজাপতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও নির্বাচনে অংশগ্রহণের অপরাধে বিএনপি থেকে রাবেয়া আক্তারকে বহিষ্কার করা হয়েছে।
২০ মে, ২০২৪।