কাশিমপুর পূরণ উবিতে অপু মন্ডল সভাপতি নির্বাচিত


মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর পূরণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে পরিতোষ চন্দ্র (অপু মন্ডল) নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার (২৯ মে) বেলা ১১টায় বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে সভাপতি গঠনকল্পে একসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুর রশিদ।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী হিসেবে পরিতোষ চন্দ্র (অপু মন্ডল) এর নাম প্রস্তাব করেন অভিভাবক সদস্য খোকন প্রধান এবং সমর্থন করেন সদস্য মো. শাহ্ আলম প্রধান। পরে সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি মো. আতিকুর রহমান, মো. তাজুল ইসলাম অভিভাবক সদস্য মো. জসিম, মো. নাসির উদ্দিন, মো. শাহ্জাহান, নারী সদস্য শিউলী বেগম, দাতা সদস্য মো. মোশাররফ হোসেন।
পরিতোষ চন্দ্র (অপু মন্ডল) সভাপতি নির্বাচিত হওয়ায় চাঁদপুুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মো. নূরুল আমিন রুহুলের প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া ম্যানেজিং কমিটির সব সদস্য ও বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।