মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
কুমিল্লা মহানগরে হাজীগঞ্জের মাসুদ হত্যার রহস্য উন্মোচন হয়েছে। এ ঘটনায় কুমিল্লা মহানগর এলাকার স্থানীয় মাইনুল হাসান মান্না ও তার সহযোগী জসিম উদ্দিনকে আটক করেছে পুলিশ। গত ১৯ নভেম্বর কুমিল্লা নগরীর বাগিচাগাঁও নতুন চৌধুরী পাড়ায় সুমন ভিলার তৃতীয় তলার একটি ফ্ল্যাটে মাসুদুর রহমান মজুমদার (মাসুদ) কে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।
মাসুদ আবুল খায়ের গ্রুপের কুমিল্লা অঞ্চলের মার্কেটিং ইন্সপেক্টর পদে কর্মরত ছিলো। সে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের সন্না গ্রামের মজুমদার বাড়ির শামছুল হক মজুমদারের ছেলে। মাসুদকে নৃশংস্যভাবে হত্যাকা-ের পর পিবিআই মামলার তদন্তে নামে।
গত ২৪ নভেম্বর দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এবং মোবাইল ট্রাকিং করে ঘটনার সাথে জড়িত সন্দেহে মান্না ও জসিম উদ্দিন নামে দু’জনকে গ্রেফতার করে। এছাড়াও হত্যাকা-ের পর ঘটনাস্থল থেকে হত্যাকা-ে ব্যবহৃত ২টি ছুরি, রশি ও চেতনানাশক ইনজেকশন, খেলনা পিস্তল এবং জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া গ্রাম থেকে নিহত মাসুদের ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করে পিবিআই।
গত ২৫ নভেম্বর দুপুরে কুমিল্লা শাখার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ জানান, মাসুদুর রহমান মজুমদারকে অপহরণপূর্বক জিম্মি করে মুক্তিপণ আদায়ের জন্য ৫ টন রডের অর্ডার দেয়ার কথা বলে। পরে কৌশলে ঘাতকরা মোবাইল ফোনে তাদের ভাড়াটে বাসায় ডেকে নিয়ে যায়।
অপহরণকারীদের পরিকল্পনা ছিল আবুল খায়ের গ্রুপ কিংবা স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায়। কিন্তু মাসুদ অপহরণকারীদের চিনে ফেলায় এবং মুক্তিপণের জন্য কোম্পানী কিংবা স্বজনদের ফোন না করায় তাকে জবাই করে হত্যা করা হয়।
পুলিশ সুপার আরও জানান, এ হত্যার ঘটনায় গ্রেফতারকৃত কাপ্তানবাজার ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মাইনুল হাসান মান্না ও তার সহযোগী জসিম উদ্দিন পরিকল্পিতভাবে মাসুদকে হত্যা করেছে বলে পিবিআই কর্মকর্তাসহ এবং আদালতের কাছে জবানবন্দি দিয়েছে।
মান্না নগরীর কাপ্তান বাজার এলাকার জিয়া উদ্দিনের ছেলে এবং জসিম কুমিল্লা সিটির ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি এবং তার সহযোগী জেলার আদর্শ সদর উপজেলার মাঝিগাছা নন্দিরবাজার এলাকার তাহেরের ছেলে।
জিজ্ঞাসাবাদে আটক মান্না ও জসিম হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ওই চক্রটি এর আগেও নগরীতে একই ধরনের প্রতারণা ও সন্ত্রাসী কর্মকা-ে লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ওই হত্যাকা-ে জড়িত অপর আসামিদের আটকে অভিযান চলছে।