কুমিল্লায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক

রাতে ট্রেন ও পিকআপ সংঘর্ষে ১টি বগি লাইনচ্যুত

জাহাঙ্গীর আলম ইমরুল
কুমিল্লায় প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে গত শনিবার রাত সোয়া ২টার দিকে চট্টগ্রাম অভিমুখী মহানগর যাত্রীবাহী ট্রেন ও সবজি ভর্তি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ট্রেনের মাখখানের ১টি বগি লাইনচ্যুত হয় এবং পিকআপ ভ্যানটি দুমরে-মুচড়ে যায়। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রেল চলাচল বন্ধ হয়ে যায়।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেলওয়ে ওভারপাসের নিচে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তেমন কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রেলপথে ট্রেন চলাচলে রাত সোয়া ২টা থেকে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেন সিরাজী জানান, দুর্ঘটনায় তেমন কোন হতাহত হয়নি। সামান্য ২/১ জন আহত হলেও প্রাথমিক চিকিৎসা শেষে তারা সুস্থ।
এদিকে উদ্ধার কাজে আসা কুমিল্লা রেলপথ বিভাগের উর্ধŸতন সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনটির মাঝের ৩টি বগি রেখে সামনের ৭টি বগি লাকসাম জংশনে এবং বাকি ৭টি কুমিল্লা রেলওয়ে স্টেশনে নেয়া হয়।
রাতেই লাকসাম জংশন ও আখাউড়া লোকোসেড থেকে ২টি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। সকাল ৯টা ২০ মিনিটে উদ্ধার কাজ শেষ হলে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
হরিশ্চরে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মুত্যু
কুমিল্লার লালমাইয়ে চট্টগ্রাম অভিমুখি কর্ণফুলী ট্রেনের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (২৯ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের লালমাই উপজেলার হরিশ্চর রেলক্রসিংয়ে মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের উৎসব পদুয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রনি (২৫) ও শানিচোঁ গ্রামের রফিকুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (২৭)। আহত হয়েছেন মোটরসাইকেল চালক পেরুল দক্ষিণ ইউনিয়নের পূর্ব পেরুল গ্রামের কবির হোসেন (২৭)। তারা মোটরসাইকেল দিয়ে লেভেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনে ধাক্কায় নিহত হন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। নিহত রনি পেশায় একজন সিএনজি চালক এবং নজরুল স্থানীয় হরিশ্চর চৌরাস্তা বাজারে কনফেকশনারি ও পান-সিগারেটের ব্যবসা করতেন।
বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানা পুলিশের ওসি খন্দকার জসিম বলেন, একই সময় ঢাকামুখী চট্টলা এক্সপেস ও চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী হরিশ্চর রেলক্রসিংয়ে পার হচ্ছিল। এ সময় একটি মোটর সাইকেলে তিন জন লেভেলক্রসিং পার হচ্ছিল। চট্টলা এক্সপ্রেস তাদের নজরে থাকলেও বিপরীত দিক থেকে মহানগর প্রভাতী এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লালমাই উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুদল মোতালেব বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি আধা কিলোমিটার সামনে আমার গাড়ি ছিলো। ট্রেন আসার আগেই আমি ক্রসিং পার হয়েছিলাম। মূলত রেলসড়কটির দু’পাশে গাছের ডালপালা ও বনজঙ্গল বেড়ে উঠায় ট্রেন দেখা যায় না।
৩০ আগস্ট, ২০২১।