স্টাফ রিপোর্টার :
গত মঙ্গলবার সশস্ত্র বাহিনী দিবস-২০১৭ উপলক্ষে কুমিল্লা সেনানিবাস ‘এম আর চৌধুরী’ প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী আহম মোস্তফা কামাল। তিনি তাঁর বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধের সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত হয়েছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনী। পাকিস্তান হানাদারবাহিনী ও তাদের দোসরদের হাত থেকে দেশকে রক্ষা করতে সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হয়ে দেশকে স্বাধীন করতে এক অনন্য ভূমিকা পালন করে। এ বাহিনী ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাহিনী। শুধু স্বাধীনতা যুদ্ধই নয়, সশস্ত্র বাহিনীর সদস্যরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। শুধু দেশই নয়, বিদেশের মাটিতে আমাদের সশস্ত্র বাহিনীর কর্মকা- বিশে^র সবদেশের শীর্ষস্থানে রয়েছে। যার প্রশংসায় পঞ্চমুখ জাতিসংঘ। জাতীয় উন্নয়নে সশস্ত্র বাহিনী গৌরব উজ্জল অবদান আজ সর্বজন স্বীকৃত। সশস্ত্র বাহিনী এমনই এক বাহিনী, যার প্রতি এদেশের জনগণের রয়েছে অগাধ আস্থা, বিশ^াস ও ভালোবাসা। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্ধার ও ত্রাণ তৎপরতা ছাড়াও দেশের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়ন, ছিন্নমূল মানুষের জন্য বাসস্থান তৈরি করা এবং অন্যান্য জনকল্যাণমুখী কাজের প্রতিনিয়ত সশস্ত্র বাহিনী নিবেদিত প্রাণ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা এরিয়া কমান্ডার ৩৩ পদাতিক ডিভিশন ও জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মো. রাশেদ আমিন এনডিসি, পিএসসি।
সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিরা কেক কাটেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অব. তাজুল ইসলাম, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন বাহার, ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য র আ মুক্তাদির চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. নুরজাহান বেগম মুক্তা ও চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদসহ অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক জীবন কানাই চক্রবর্তী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মো. মহসিন পাঠান, মৃণাল কান্তি সেন, ইয়াকুব আলী, মো. আবুল হাশেম, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কালাম চিশতী, হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সন্তোষ কুমার মজুমদার, ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদউল্লাহ তপাদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম বরকন্দাজ, মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহা, চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মির্জা জাকির, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম রোকন, মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ চাঁদপুর জেলা শাখার সভাপতি কেএম মাসুদ প্রমুখ।