
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কেন্দ্রিয় ছাত্রলীগের সহ-সম্পাদক আনোয়ার হোসেন জীবনকে আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে দেখতে যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। -ইল্শেপাড়
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সম্পাদক ও চাঁদপুরের কৃতী সন্তান আনোয়ার হোসেন জীবন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গত বুধবার বিকেলে ঢাকা পিলখানার সামনে মোটর সাইকেল যোগে যাওয়ার সময় হটাৎ অপরদিক থেকে আরেকটি মোটর সাইকেল সামনে চলে আসায় তিনি এ দুর্ঘটনার শিকার হন। এসময় আনোয়ার হোসেন জীবন গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে আসে। তিনি মাথায় গুরুতর আঘাত পাওয়ায় বর্তমানে ঐ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
আনোয়ার হোসেন জীবনের দুর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি হাসপাতালে এসে তার চিকিৎসার খোঁজ-খবর নেন। এছাড়াও তাকে দেখতে কেন্দ্রীয় ও চাঁদপুর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা হাসপাতালে যান।