কেন্দ্রিয় নেতৃবৃন্দের সাথে চাঁদপুর জেলা আ.লীগের মতবিনিময়

চেইন অব কমান্ড মেনে সবাইকে চলতে হবে

স্টাফ রিপোর্টার
আগামি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের সাথে চাঁদপুর জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ মার্চ) ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের সমন্বয়ক মাহাবুব-উল আলম হানিফ এমপি বলেন, দল করতে হলে দলের চেইন অব কমান্ড মেনে সবাইকে চলতে হবে। আগামি নির্বাচনকে ছোট করে দেখার কোন কারণ নেই, সেই নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিশেষ বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেন, ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য দলকে ধ্বংস করবেন না। সবার কাছে বারবার অনুরোধ করবো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামি নির্বাচন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শফিকুর রহমান, সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভ‚ঁইয়া।
আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি আলহাজ মো. ইউসুফ গাজী, ডা. জেআর ওয়াদুদ টিপু, ইঞ্জি. আব্দুর রব ভ‚ঁইয়া, আব্দুর রশিদ সরদার, মঞ্জু আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন পাটোয়ারী, শাহির হোসেন পাটোয়ারী, অ্যাড. মুজিবুর রহমান ভ‚ঁইয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েলসহ নৌকা মার্কা নিয়ে নির্বাচিত সব পৌর মেয়র, উপজেলার চেয়ারম্যান, সব উপজেলা আওয়ামী লীগ এবং চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

০৩ মার্চ, ২০২২।