কোটা সংস্কার আন্দোলনে উত্তাল চাঁদপুর

আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে আহত ২৫

স্টাফ রিপোর্টার
সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও কোটা সংস্কারের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা বের হলে উত্তাল হয়ে উঠে আন্দোলন। মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৩টার দিকে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা।
লেকের পাড়ে অঙ্গীকার এলাকায় টানা ৩ ঘণ্টা চলে বিক্ষোভ আর স্লোগান। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, নার্সিং ইনস্টিটিউট, মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটসহ শহরের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নেয়।
এর আগে সকালে শহরের কালিবাড়ি এলাকা থেকে একটি মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টার দিকে আল-আমিন একাডেমি স্কুল এণ্ড কলেজ এলাকা থেকে একটি বড় ধরনের বিক্ষোভ মিছিল বের হয়ে মেথা রোড ও জেএম সেনগুপ্ত রোড হয়ে কালিবাড়ী এলাকায় যায়।
এদিকে বিকাল ৩টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঝড়ো হওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে একটি মিছিল বের হয়ে শহরের বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে অবস্থান করে। সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজিসহ সাধারণ শিক্ষার্থীদের সড়কে জনদুর্ভোগ সৃষ্টি না করে বাসায় ফিরে যাওয়ার অনুরোধ জানান। এতে ক্ষিপ্ত হয়ে সাধারণ শিক্ষার্থীদের মিছিল থেকে ছাত্রলীগ ও অবস্থানরত পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা-ধাওয়া শুরু হয়। দু’পাশ থেকে নিক্ষেপ করা হয় ইটপাটকেল। এতে উভয় পক্ষের অন্তঃত ২৫ জন আহত হয়। এসময় শহরে তিন ঘণ্টার তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এসময় অন্তঃত ২০ শিক্ষার্থী আহত হয়েছে।
এ ঘটনার পর সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বাসস্ট্যান্ড থেকে পুনরায় হাসান সরকারি আলী উচ্চ বিদ্যালয় মাঠে এসে অবস্থান নেয়।
এর বিপরীতে ছাত্রলীগের একটি বড় মিছিল বাসস্ট্যান্ড থেকে মুক্তিযোদ্ধা সড়ক হয়ে কালিবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। ছাত্রলীগের মিছিল হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ অতিক্রম করা সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ধাওয়া দিলে কোটা সংস্কার আন্দোলনরত ৪ শিক্ষার্থী পাশের লেকের পানির মধ্যে পড়ে যায়।
চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী তাবাসসুম বলেন, চাঁদপুর হাসান আলী, আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, পুরাণবাজার ডিগ্রি কলেজ ও চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে অংশ নেয়। জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ আমাদের বিক্ষোভ মিছিলে বাঁধা দিচ্ছে।
এদিকে, চাঁদপুর শহরের মিশন রোড এলাকা থেকে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল বের করে। হাসান আলী স্কুল মাঠে মিছিল আসলে তাদের মিছিলে বাঁধা প্রদান করে ছাত্রলীগ। এসময় তাদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন মিজি বলেন, আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন করতে বলেছি। কিন্তু তারা আন্দোলনের নামে রাস্তা-ঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করছে। এজন্য আমরা তাদের বাঁধা দিয়েছি। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল থেকে আমাদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করেছে। এতে আমাদের ছাত্রলীগ নেতা সিয়াম, জসিম, শিহাব, মাসুদসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে চাঁদপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, বিকেল ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখনো পর্যন্ত কোনো আহতের খবর আমাদের কাছে নেই।
এদিকে বিকেলে হাজীগঞ্জ বাজারে দু’দফা পাল্টা মিছিল করে ছাত্রলীগ। প্রথমেই জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হাসানের নেতৃত্বে মিছিল করা হয়। পরে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির নেতৃত্বে কোটা বহাল রাখার দাবিতে মিছিল করা হয়।

১৭ জুলাই, ২০২৪।