মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণে মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম হোসেন পাটোয়ারী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৪র্থ খেলাটি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মবিন সুজন প্রধান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপনের সভাপতিত্বে এবং খাদেরগাঁও ইউনিয়ন তরুণ লীগের আহ্বায়ক মো. মাসুদ প্রধানের পরিচলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জমির হোসেন পাটোয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আলম পান্না।
এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ইসমাইল হোসেন মান্নান, পরিচালনা কমিটির সদস্য মো. সালাউদ্দিন হাওলাদার, ইব্রাহীম ঢালী, মমিন মিয়াজী, কাজী জামান, সেলিম হাওলাদার, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, ইব্রাহীম প্রধান প্রমুখ।
খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ভাই ভাই স্পোর্টিং ক্লাব ও পাচঁঘড়িয়া স্পোর্টিং ক্লাব। ৮ টিমের নকআউট পর্বের প্রথম রাউন্ডের শেষ খেলায় ৩-০ গোলে পাচঁঘড়িয়া স্পোর্টিং ক্লাব নারায়ণপুর ভাই ভাই স্পোর্টিং ক্লাবের কাছে পরাজিত হয়। পরে বিজয়ী দলের গোলদাতা খেলোয়াড়কে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।