মোজাম্মেল প্রধান হাসিব :
মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নিজ ইউনিয়নেই গ্রাম আদালত দূরে কেন আর, বিরোধ হলে হাতের কাছেই, পাবেন সুবিচার’ এ শ্লোগান নিয়ে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের লামচরি-বালুচর এলাকায় গত ১৩ নভেম্বর সকাল ১০টায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের সহযোগী সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টের আয়োজনে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এভিসিবি প্রকল্প ব্লাষ্টের মতলব দক্ষিণ উপজেলা শাখার কো-অডিনেটর প্রণব কান্তি দাস। র্যালি পরিচালনা ও ব্যবস্থাপনায় ছিলেন খাদেরগাঁও ইউপি গ্রাম আদালতের সহকারী মো. ইব্রাহীম ঢালী। এসময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, যুবলীগ নেতা মো. জামাল হোসেন পাটোয়ারী, মুক্তিযোদ্ধা মারফত আলী বকাউল, সমাজসেবক জয়নাল খন্দকার, শহিদ প্রধান, বিজয় মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।