খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি কামনায় চাঁদপুর পৌর ছাত্রদলের দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং নিঃশর্ত মুক্তির দাবিতে চাঁদপুর পৌর ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে চাঁদপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চাঁদপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহমুদ ফয়সালের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক মিজান শেখ, নূর মোহাম্মদ, ফয়েজ ঢালি, সদস্য আকাশ সরকার, মাসুদ পাটোয়ারী, রাজু বেপারী, আব্দুল হান্নান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা হুমায়ুন কবির এনি, ফয়সাল আহমেদ, ফরহাদুল ইসলাম মুন্না, মুন্না মোল্লা, মো. শাওন আশ্রাফ, সাইদুল ইসলাম মিয়াজি, সাগর আখন, রাজু খান, পারভেজ মিজি, গিয়াস উদ্দিন, রায়হান বেপারি, সালাউদ্দিন আহমেদ, শাহ আলম হাওলাদার, আল আমিন হোসেন, রিসালাত হানিফ রাফসান, অন্তু আহমেদ, তোহা আহমেদ, মানিক গাজী, রাকিব ফারাবী, শান্ত আহমেদ, হাসনাত, শামীম, বাধন, মাইনুল, হাবিব, মেহেদী হাসান, শামীম হোসেন, ইয়াছিন পারভেজ, শিশির আহমেদ, মো. মেহেদী হাসান মাল, মেহেদী হাসান তারেক, শরীফ পাটওয়ারী, হাবিব খান, রিয়াদ, ফয়সাল, হাসান, মাহিন, রাহিম, এমরানসহ পৌর এবং সকল ওয়ার্ড ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন ছাত্রদল নেতা আব্দুল কুদ্দুস।
১৮ আগস্ট, ২০২১।