খেড়িহর সোনারগাঁও গ্রামে নব-নির্মিত প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন

নোমান হোসেন আখন্দ :
শাহ্রাস্তির খেড়িহর সোনারগাঁও গ্রামে নব-নির্মিত প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গত ৩০ ডিসেম্বর সকাল ১০টায় চিতোষী পশ্চিম ইউনিয়নের সোনারগাঁও গ্রামে এ বিদ্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের উদ্বোধন করেন শহীদ ফজলুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মো. আনিছুর রহমান বিজয়। উদ্বোধনের পর বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খেড়িহর সোনারগাঁও নব-নির্মিত প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোতাহের হোসেন লিটনের সভাপতিত্বে ও সমাজসেবক ইব্রাহীম বেপারী ও সোহেল রানার যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বিপ্লব, ছাত্রলীগ নেতা মো. সাকিল, রাসেল বেপারী, জয়নাল আবেদীন, মহসিন ভূঁইয়া, ডা. মাসুদ আলম ভূঁইয়া, মাও. জসিম উদ্দিন, মো. কামাল হোসেন ভূঁইয়া, তোফাজ্জল হোসেন এলিন, মো. জসিম উদ্দিন পাটোয়ারী, মো. গোফরান ভূঁইয়া। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন মো. ইসমাইল হোসেন বিজয়।
অনুষ্ঠানে বক্তারা নব-নির্মিত খেড়িহর সোনারগাঁও প্রাথমিক বিদ্যালয়কে সর্বাত্মক সহযোগিতা ও শিক্ষার মান উন্নয়নে কাজ করার ঘোষণা দেন।