গুজবে কান না দিতে মতলব দক্ষিণে পুলিশ ও পল্লী বিদ্যুতের মাইকিং


মাহ্ফুজ মল্লিক
ছেলেধরা বা যেকোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে মাইকিং করা হয়েছে। এছাড়া চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি মতলব দক্ষিণ জোনাল অফিসের পক্ষ থেকে মাইকিং করা হয়। গতকাল বুধবার সকাল থেকে রাত ৭টা পর্যন্ত চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরসহ আশপাশের এলাকায় এসব মাইকিং করা হয়। মতলব দক্ষিণ থানা পুলিশের উদ্যোগে এ পদক্ষেপ নেয়া হয়।
পুলিশের গাড়ি এবং সিএনজিচালিত অটোরিকশায় করে এসব মাইকিংয়ে স্থানীয় জনগণকে ছেলেধরা, পদ্মা সেতুর জন্য গলাকাটা ও অন্যান্য গুজবে কান না দেওয়ার অনুরোধ করা হয়।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম এস ইকবাল বলেন, গুজবের কারণে কয়েকদিন আগে উপজেলার খিদিরপুর ও মতলব সেতু এলাকায় দুই ব্যক্তি গণপিটুনির শিকার হয়ে গুরুতর আহত হন। এসব ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য এই পদক্ষেপ নেওয়া হয়। গতকাল সারাদিন উপজেলার একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের গ্রামে-গ্রামে মাইকিং করে ওই গুজববিরোধী প্রচারণা চালানো হয়।
অপরদিকে, ৩দিন সারাদেশে বিদ্যুৎ থাকবে না এমন গুজবে কান না দেওয়ার জন্য চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি মাইকিং করেন এবং সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন পল্লী বিদ্যুতের ডিজিএম।

২৫ জুলাই, ২০১৯।