গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের ফলাফল প্রকাশ

dav

ভালো ও আদর্শ মানুষ প্রতিষ্ঠিত করলে পরিবার নয় পুরো জাতিই উপকৃত হবে
………..ইউএনও মো. আলী আফরোজ

ফরিদগঞ্জ ব্যুরো
গত বুধবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের একাদশ শ্রেণির ২য় সেমিস্টারের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আলী আফরোজ। তিনি তার বক্তব্যে বলেন, প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য আমাদের চেষ্টা থাকতে হবে। অর্থাৎ যেই ফলাফল করেছি, আগামী পরীক্ষায় এর চেয়ে ভাল ফলাফল করতে হবে। এর জন্য আরো বেশি করে পড়ালেখার প্রতি মনোযোগী হতে হবে। নিজেকে একটি ভালো ও আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হলে এতে শুধু নিজের পরিবার নয় পুরো জাতিই উপকৃত হবে।
তিনি আরো বলেন, নির্ধারিত পাঠ্য বইয়ের বাইরে শিক্ষার্থীদের তথা আমাদের সকলকেই অনেক বেশি বেশি বই পড়তে হবে। সংবাদপত্র পড়তে হবে নিয়মিত। তাতে আমাদের মনোজগতের বিকাশ ঘটবে। বাড়বে জ্ঞানের পরিধি। এই জন্য সরকার শ্রেণি শিক্ষার সাথে সাথে সহপাঠ্যক্রমিক কার্যক্রম জোরদার করেছে।
কলেজ অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেবুল্ল্যাহ খানের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ মুনীর চৌধুরী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, কলেজের পরীক্ষা কমিটির আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী, টির্চাস কাউন্সিলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, কে এম এম মাসুম এবং মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের পুরস্কৃত করেন অতিথিবৃন্দ।