মোজাম্মেল প্রধান হাসিব
কাতিবে কোরআন, আল্লামা সৈয়দ আবদুল গণি শাহ্ ইয়েমেনী মিয়া ছাহেব হুজুর (রহ.), সৈয়দ আব্বাস মুন্সি (রহ.), সৈয়দ ইসমাইল মুন্সি (রহ.) আল্লামা সৈয়দ মবিন ছাহেব (রহ.) গণের স্মরণে এবং সব কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় দেশ ও জাতির কল্যাণে মুসলিম উম্মার শান্তি কামনায় মতলব দক্ষিণের গোবিন্দপুর দরবার শরীফে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ মে উপজেলার গোবিন্দপুর মোজাদ্দেদীয়া দরবার শরীফে দরবার শরীফের পীরে কামেল শাহ্ সূফি হাফেজ সৈয়দ নেছার আহ্মাদের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রোজার উপর গুরুত্বারোপ দিয়ে বৃহস্পতিবার বাদ আছর কোরআন ও হাদিস থেকে আলোচনা করা হয়।
আলোচনা শেষে সব কবরবাসীর রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোবিন্দপুর মোজাদ্দেদীয়া দরবার শরীফের পীরে কামেল শাহ্ সূফি হাফেজ সৈয়দ নেছার আহ্মাদ।
ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংবাদিক, বিভিন্ন মসজিদের খতিব, দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিসহ এলাকাবাসী।