
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
ভাঙা সড়কে গাছ ও বালুবাহী ট্রাক আটকা পড়ে গৌরীপুর-চাঁদপুর-রামগঞ্জ-লক্ষীপুর সড়ক প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ ছিলো। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ফরিদগঞ্জ উপজেলার মনতলা-ফকিরবাজার এলাকা সংলগ্ন মানুরি আলতাফুল হোছাইনিয়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ফলে মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ ছিলো।
এ ঘটনায় সড়কের দু’দিকে ছোট-বড় কয়েক শতাধিক গাড়ি আটকা পড়ে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রী, পরিবহন চালক, হেলপার, শ্রমিকসহ স্থানীয় জনসাধারণের। এদিকে মঙ্গলবার রাতে গাড়ি আটকা পড়ার সুযোগ কাজে লাগিয়ে ভাঙা সড়ক সংস্কারের নামে আটকে পড়া যানবাহন থেকে চাঁদা উত্তোলন করে স্থানীয় একটি চক্র। যার ফলে রাতে চলাচলকারী যাত্রী সাধারনের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। তবে সকাল হতেই ঐ চাঁদা উত্তোলনকারীরা সড়ক থেকে সটকে পড়ে।
মানুরী গ্রামের মানুরী আলতাফুল হোসাইনীয় বেপারী বাড়ি জামে মসজিদের ঈমাম মাও. ফয়েজ আহম্মদ ও স্থানীয় সেলিম হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গৌরীপুর-চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের মানুরি মসজিদের সামনে ভাঙ্গা সড়কের একপাশে বালুবাহী একটি ট্রাক আটকা পড়ে। রাত আনুমানিক ১১টার দিকে আটকে পড়া বালুবাহী ট্রাককে গাছবাহী একটি ট্রাক ওভারটেক করে যাওয়ার সময় এটিও ভাঙ্গা সড়কে আটকে যায়। ফলে সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সড়কের উভয় দিকে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে সীমাহীন জন-দুর্ভোগের সৃষ্টি হয়।
তারা আরো জানান, বুধবার সকাল ১০টার দিকে স্থানীয় ও বিভিন্ন পরিবহনের চালক এবং হেলপারদের প্রচেষ্টা ও সহযোগিতায় আটকে পড়া বালুবাহী ট্রাক থেকে বালু আনলোড করে সড়কে ফেলে দেয়া হয়। তারপর বালুবাহি ট্রাকটি চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। আর গাছবাহী ট্রাক থেকে গাছগুলো আনলোড করে বুধবার সন্ধ্যায় পুরোপুরো যান চলাচলা স্বাভাবিক হয়। এ দিনে দুপুর ১২টায় সওজের লোকজন এসে ভাঙ্গা সড়কের ঐ অংশটুকু সংস্কার করে।
চাঁদা উত্তোলন বিষয়ে স্থানীয় যুবক হাছান, আলমাস ও আটকে পড়া গাছবাহী ট্রাকের হেলাপার ঈমান হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত ১ টার পর থেকে আটকে পড়া সব যানবাহন থেকে স্থানীয় একদল যুবক সড়ক সংস্কারের নামে চাঁদা উত্তোলন করে টাকাগুলো নিয়ে ভোরবেলা সরে পড়ে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজিব কুমার দাস জানান, আমি ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। যারা রাতে চাঁদাবাজি করেছে তাদের সনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।