গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার
গ্যাসের মূলবৃদ্ধির প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিএনপির নেতৃবৃন্দ মিছিল করতে চাইলে পুলিশ বাঁধা প্রদান করে। এরপরে ঐ স্থানে বিক্ষোভ সমাবেশ করতে চাইলেও বাঁধা দেয় পুলিশ। পুলিশের পরামর্শমতে কার্যালয়ের ভিতরে সমাবেশ করার প্রস্তুতি সময় মাইক লাগাতে গেলে পুলিশ মাইক লাগাতে দেয়নি। সবশেষে মাইক ছাড়া কার্যালয়ের ভিতরে বিক্ষেভ সমাবেশ করে বিএনপি নেতৃবৃন্দ।
চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মন্টু, সহ-সভাপতি অ্যাড জাকির হোসেন ফয়সাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, সাধারণ সম্পাদক হযরত আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সোলায়মান ঢালী, জেলা যুবদলের সহ-সভাপতি সারোয়ার গাজী, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাল হোসেন পাটওয়ারী।
সমাবেশে বক্তারা বলেন, পুলিশের ভোটে নির্বাচিত আওয়ামী লীগ সরকার দেশের জনগণের উপর স্বৈরশাসন কায়েম করছে। তারা দেশের মানুষের একে একে সকল গণন্ত্রান্ত্রিক অধিকার হরণ করছে। মানুষের কথা বলার অধিকার নেই, জীবনের নিরাপত্তা নেই। দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ের চলে যাচ্ছে। এখন আবার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। অথচ ভারতে গ্যাসের দাম কমানো হয়েছে। জনগণ সরকারের অবৈধ সরকারের দুঃসাশনের জবাব দিতে মুখিয়ে আছে। যার ফলে সরকার জনগণকে ভয় পেয়ে আগের রাতে পুলিশের সহায়তায় জনগণের ভোট চুরি করে সরকার গঠন করেছে। আওয়ামী লীগ এখন প্রকাশ্য চোর।
বক্তারা আরো বলেন, জনগণের মন থেকে জিয়া পরিবারকে সরাতে সরকার একের পর এক মিথ্যা মামলার রায় দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখেছে। তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না। আজকে আমরা যখন গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে যৌক্তিক দাবি নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি, তখন তারা আমাদের মাইক ব্যবহারে বাঁধা দিয়েছে। আমাদের মিছিল করতে দিচ্ছে না। আমাদের সমাবেশ কার্যালয়ে বাইরে করতে দেয়নি। আমরা পুলিশের এই আচরণের তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি।

৩ জুলাই, ২০১৯।