মতলব দক্ষিণ ব্যুরো
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কন্টেইনারের চাপায় নিহত মো. ইউনুছ মিয়াজী (৫৭) তার ছেলে আব্দুর রহিম (৩০) কে মতলব দক্ষিণ উপজেলার ডাকঘর জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে বিষ্ণুপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বাবা ও ছেলের জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ডাকঘর জামে মসজিদের খতিব।
নিহত ইউনুস মিয়াজী ও তার ছেলে আব্দুর রহিমের লাশ চট্টগ্রাম থেকে বাড়িতে আসার পর স্ত্রী, সন্তান এবং আত্বীয় স্বজনদের হৃদয় বিদারক আহাজারিতে বাতাস ভারি হয়ে যায়।
নিহত আব্দুর রহিম তিন ভাইয়ের মধ্যে সে মেঝো। বড় ভাই আব্দুর রহমান ও ছোট ছেলে রাজ্জাক। তিনি কোরআনে হাফেজ। এদিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের নিহতের সংবাদ পেয়ে কাতার থেকে তার বড় ছেলে আব্দুর রহমান মিয়াজী বৃহস্পতিবার দেশে চলে আসেন। স্বামী ও সন্তান হারিয়ে রহিমা বেগম কাঁদতে কাঁদতে মুর্ছা যায়।
উল্লেখ্য, চট্টগ্রাম নগরীর পতেঙ্গা খালপাড় এলাকায় বুধবার দুপুর ১২টায় নিজ বাসা থেকে চট্টগ্রাম বন্দরে কর্মস্থলে বাবা ও ছেলে যাওয়ার পথে রিক্সার ওপর কন্টেইনার পড়ে তাদের মৃত্যু হয়।
১৩ মে, ২০২৩।