চট্টগ্রামে রোটারী ডিস্ট্রিক্টের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

স্টাফ রিপোর্টার
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি হিসেবে চট্টগ্রামে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ এর উদ্যোগে আলোচনা সভা, লিফলেট ও মশারী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (২৬ জুলাই) চট্টগ্রামের নাসিরাবাদ তুলাতুলি চারুলতা বিদ্যাপীঠ প্রাঙ্গণে ইছমতি, কর্ণফুলী ও সাঙ্গু জোনের ৩৫টি রোটারী ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, লিফলেট ও ১ হাজার মশারী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুলতা বিদ্যাপীঠ চেয়ারম্যান মো. ইসমাইল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটা. মোহাম্মদ আকবর হোসেন, প্রোগ্রাম চেয়ার ও সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারী জেনারেল রোটা. মোহাম্মদ শাহজাহান, এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যাডভাইজার রোটা. পিপি সোলায়মান এফসিএমএ, জোনাল কো-অর্ডিনেটর রোটা. পিপি দিদারুল আলম (ইছামতি জোন) ও রোটা. পিপি জামাল উদ্দিন আহমেদ (কর্ণফুলী জোন)।
উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ডেঙ্গু প্রতিরোধ কমিটির সদস্য রোটা. প্রদ্যোত কুমার সাহা, এসিস্টেন্ট গভর্নর রোটা. প্রফেসর ডা. আকবর হোসেন, এসিস্টেন্ট গভর্নর রোটা. মামুনুর রশিদ, অ্যাসিস্ট্যান্ট গভর্নর রোটা. ইঞ্জি. আমজাদ হোসেন, জোনাল সেক্রেটারী রোটা. পিপি আব্দুল হাকিম, রোটারী ক্লাব অব চট্টগ্রামের প্রেসিডেন্ট রোটা. মো. মনির হোসেন, রোটারী ক্লাব অব চিটাগাং খুলশীর প্রেসিডেন্ট রোটা. ফয়সাল শাহ কুরাইশী, রোটারী ক্লাব অব চিটাগাং মিডটাউনের প্রেসিডেন্ট রোটা. ফারজানা হক, রোটারী ক্লাব অব চিটাগাং ইস্টের প্রেসিডেন্ট রোটা. নাসিমা আক্তার, রোটারী ক্লাব অব চিটাগাং ডাউনটাউনের প্রেসিডেন্ট রোটা. রেজাউল করিম চৌধুরী, রোটারী ক্লাব অব চিটাগাং হিলটাউনের প্রেসিডেন্ট রোটা. গোলাম মাওলা মামুন, রোটারী ক্লাব অব এঙ্কর সিটি চট্টগ্রামের প্রেসিডেন্ট রোটা. ফখরুল ইসলাম, রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের পাস্ট প্রেসিডেন্ট ও ডিস্ট্রিক্ট ইভেন্ট প্রোমোশন চেয়ার রোটা. সিপি মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু, রোটা. পিপি ইব্রাহিম হাসানসহ বিভিন্ন ক্লাবের রোটার‌্যাক্টর এবং চারুলতা বিদ্যাপীঠের শিক্ষক ও ছাত্রছাত্রীরা।
এসময় উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে মশারী ও লিফলেট বিতরণ করা হয়।
ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. ইঞ্জিনিয়ার মতিউর রহমান তাঁর বক্তব্যে বলেন, দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় রোটারীর পক্ষ থেকে বিভিন্ন অঞ্চলে আলোচনা সভা, মশারি ও লিফলেট বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জনসচেতনতা বাড়াতে সব সচেতন নাগরিকের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আজকের পর থেকে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান।

২৭ জুলাই, ২০২৩।