চট্টগ্রাম-চাঁদপুর রুটে ১ জোড়া ঈদ স্পেশাল ট্রেন


বিশেষ প্রতিনিধি
দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় হাজার হাজার যাত্রীদের নিরাপদে যাতায়াতের কথা বিবেচনা করে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে ১ জোড়া বিশেষ যাত্রীবাহী ঈদ স্পেশাল ট্রেন চলাচলের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এদিকে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) এর কার্যালয়ের সার্কুলার নং ৫৪.০১.২৬০০.০০৮.১৮.০১৫.২০১৬-১৬৩ অনুযায়ী ৮ আগস্ট থেকে ঈদের পূর্ব দিন অর্থাৎ ১১ আগস্ট পর্যন্ত ঈদ স্পেশাল ট্রেন চলাচল করবে। ঈদ স্পেশাল ১, ২, ৩ ও ৪ চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে চলাচল করবে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী স্টেশন মাস্টার মো. শোয়েবুল ইসলাম শিকদার।
আগামি ৮ আগস্ট হতে ঈদ স্পেশাল-১-চট্টগ্রাম থেকে সকাল ১১টা ৩০ মিনিটে ছেড়ে চাঁদপুর পৌঁছবে বিকেল ৪টা ২৫ মিনিটে। ঈদ স্পেশাল-২ চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে ভোর রাত ৩টা ৩০ মিনিটে, চট্টগ্রাম পৌঁছবে সকাল ৮টা ১০ মিনিটে। ঈদ স্পেশাল-৩ চট্টগ্রাম থেকে ছাড়বে বিকাল ৩টা ২০ মিনিটে, চাঁদপুর পৌঁছবে রাত ৮টা ১৫ মিনিটে। ঈদ স্পেশাল-৪ ট্রেনটি চাঁদপুর হতে ভোর ৬টায় ছেড়ে চট্টগ্রাম গিয়ে পৌঁছবে সকাল ১০টা ৫৫ মিনিটে।
ঈদ স্পেশাল-১, ২, ৩ ও ৪ ঈদের পূর্ব দিন পর্যন্ত ও ঈদের পরের দিন থেকে ৭ দিন পর্যন্ত চলাচল করবে। এসব ট্রেনগুলো ৮ আগস্ট হতে ঈদের পূর্ব দিন পর্যন্ত, ঈদ স্পেশাল-২ চাঁদপুর হতে চট্টগ্রাম ওপেন পাথে ফিরে আসবে। এসব ট্রেন ফেনী, লাঙ্গলকোট, লাকসাম, চিতোষী রোড, মেহের, হাজীগঞ্জ, মধুরোড ও চাঁদপুর কোর্ট স্টেশনে যাত্রাবিরতি করবে। অর্থাৎ যাত্রীরা চট্টগ্রাম থেকে চাঁদপুর ও চাঁদপুর থেকে চট্টগ্রাম আসা-যাওয়ার সময় উপরোক্ত স্টেশনগুলোতে ট্রেন থামবে।
এ রুটে চলাচলকারী মেঘনা এক্সপ্রেস ট্রেন তাদের সিডিউল ভোর ৫টায় চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে যথারীতি ছেড়ে যাবে। আবরা চট্টগ্রাম থেকে বিকেল ৫টা ১৫ মিনিটে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসবে। এছাড়া সাগরিকা এক্সপ্রেস ট্রেন আগের নিয়মে সকাল ৮টায় চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসবে এবং দুপুর ২টা ২০ মিনিটে চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে।
যাত্রীবাহি ঈদ স্পেশাল ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে- চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম যাত্রী প্রতি ১শ’ টাকা। চট্টগ্রাম-ফেনী-চট্টগ্রাম ৫৫ টাকা, চাঁদপুর-লাকসাম-চাঁদপুর ৩৫ টাকা, চট্টগ্রাম-লাকসাম-চট্টগ্রাম ৭৫ টাকা, চাঁদপুর-লাঙ্গলকোট-চাঁদপুর ৪০ টাকা ও চট্টগ্রাম-লাঙ্গলকোট-চট্টগ্রাম ৭০ টাকা মাত্র।
স্পেশাল ট্রেন দু’টি ঈদের পর ১৩ থেকে ১৯ আগস্ট একইভাবে চাঁদপুর-চট্টগ্রাম রূটে চলাচল করবে।
চাঁদপুর স্টেশন মাস্টার মো. জাফর আলম জানান, যাত্রীদের নিরাপদ ভ্রমণে আমরা সব সময় আন্তরিক। ঈদ উপলক্ষে আমাদের সার্বিক নিরাপত্তা আরো জোরদার রাখার চেষ্টা করছি। এ ক্ষেত্রে আমরা সবার সহযোগিতা কামনা করছি।

৪ আগস্ট, ২০১৯।