এস এম সোহেল :
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে চাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের পেনসনসহ বেতন-ভাতা রাষ্ট্রীয় কোষাগার থেকে পাওয়ার দাবিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ নাছির উদ্দিন আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছেন বলেই আজকে বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমাদের জননেত্রী বিশ্বের ৩য় তম সৎ রাষ্ট্র প্রধান হওয়ার গৌরব অর্জন করেছেন।
তিনি আরো বলেন, আমাদের দেশের উন্নয়নে স্থানীয় সরকারের বিশেষ ভূমিকা রয়েছে। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও স্বাধীন প্রতিষ্ঠান হলো পৌরসভা। এখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারিরা সরকারের সেবাগুলো মানুষের দোঁড়গোড়ায় পৌছে দেয়। কাজেই সরকারের এ উন্নয়নের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে হলে পৌর কর্মকর্তা-কর্মচারিদের বিষয়টিও ভাবতে হবে। কাজেই আপনাদের দাবি তিনি মেনে নিবেন বলে আমি বিশ্বাস করি। আপনাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে হবে। কারণ আন্দোলন ছাড়া এদেশের কোনো অর্জন আসেনি।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলিম মোল্লা।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় এবং চাঁদপুর জেলা শাখার সভাপতি আবুল কালাম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাজাহান কবির, চাঁদপুর পৌরসভা কর্মচরী সংসদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ. রশিদ সর্দার।
সংগঠনের চাঁদপুর জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন হাওলাদার ও যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম চপলের যৌথ পরিচালনায় চট্টগ্রাম বিভাগের প্রায় ৬৩টি পৌরসভা থেকে আগত সংগঠনের নেতৃবৃন্দদের মাঝে বক্তব্য রাখেন খোরশেদ আলম, সাহিদা বেগম, বেলাল আহমেদ খান, তৌহিদুল ইসলাম, মাহাবুব হোসেন, ইঞ্জিঃ শামসুল আলম, কামাল, মোশারফ হোসেন, আবু জাফর মিয়াজী, আব্দুল আলিম, ফারজানা পারভীন লাকী প্রমুখ।
এসময় সংগঠনের চাঁদপুর শাখার সহ-সভাপতি এইচএম শামসুদ্দৌহা, সৈয়দ মুশিউর রহমান, অর্থ সম্পাদক মনিরুজ্জামান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন রাসেল, সদস্য সাজ্জাদ ইসলাম ও আবুল খায়ের মনুসহ চট্টগ্রাম বিভাগের প্রায় ৬৩টি জেলা থেকে আগত সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।