চতুরঙ্গ ইলিশ উৎসবের চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার
‘জেগে ওঠো মাটির টানে’ এই শ্লোগান নিয়ে শুরু হতে যাচ্ছে ১১তম চতুরঙ্গ ইলিশ উৎসব। উৎসব উপলক্ষে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে চূড়ান্ত প্রস্তুতি সভা। সন্ধ্যায় জেলা শিল্পকলা একডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চতুরঙ্গ ইলিশ উৎসবের আহ্বায়ক কাজী শাহাদাত।
তিনি বক্তব্যে বলেন, সামাজিক আন্দোলনে একটি স্মরণযোগ্য দৃষ্টান্ত। আপনারা উপস্থিত থাকবেন। তাহলে এ সামাজিক আন্দোলনের স্বার্থকতার মুখ দেখবে। অর্থের জন্য এ উৎসব কখনো থেমে থাকেনি, এ অগ্রযাত্রা অনন্তকাল চলতে থাকবে। আমরা চাই, হারুন-আল-রশিদ ও ইলিশ উৎসব দীর্ঘজীবী হোক। আজকে এ উজ্জিবীত সৈনিকের মধ্য থেকেই একজন হারুন আল রশিদ তৈরি হবে। শুরু ভাল হলে শেষও ভাল হয়। উৎসবের ৭ দিন পরিপূর্ণভাবে সাথে থাকবেন।
চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব ও ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার, মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান মহসিন পাঠান, চতুরঙ্গ ইলিশ উৎসবের উপদেষ্টা অ্যাডভোকেট বদিউজ্জামান কিরন, চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক সাংবাদিক কেএম মাসুদ, চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি ও ক্রাইম এ্যাকশন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক মো. বিপ্লব সরকার, জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক দেওয়ান, কান্ট্রি ফিশিং মালিক বোর্ডের সাধারণ সম্পাদক শাহআলম মল্লিক, সাংবাদিক আব্দুল গণি, ইলিশ উৎসবের আজীবন সদস্য রাজন চন্দ্র দে, পারভেজ গাজী রনি, চাঁদপুর টাইমসের দেলোয়ার হোসাইন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট কণ্ঠশিল্পী ইতু চক্রবর্তী, স্বপ্নকুঁড়ির সাধারণ সম্পাদক মিজান লিটন, শিশু থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি পিএম বিল্লাল, অভিজিত রায়, নাজনিন আক্তার, সুমনা বেগম প্রমুখ।

২৪ সেপ্টেম্বর, ২০১৯।