চতুরঙ্গ প্রাণ ফ্রুটিক্স ইলিশ উৎসবের ৫ম দিন


ডিম পাড়ার সময় ইলিশ মাছ চাঁদপুরে ছুটে আসে
…….. এনএসআই যুগ্ম-পরিচালক

স্টাফ রিপোর্টার
‘জেগে উঠো মাটির টানে’ এ স্লোগানকে নিয়ে এ বছর ১১তম চতুরঙ্গ প্রাণ ফ্রুটিক্স ইলিশ উৎসব গতকাল শনিবার ৫ম দিন অতিবাহিত হয়েছে। সন্ধ্যায় ইলিশ গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনএসআই’র যুগ্ম-পরিচালক মো. আজিজুল হক।
তিনি তার বক্তব্যে বলেন, নদী আর আর সাগরের পানির মিলন স্থল ছিল বলেই চাঁদপুরের সুনাম। যোগাযোগ ব্যবস্থা ভুলে গেলে চলবে না। ইলিশ হলো সাগরের প্রাণ। কিছু কারণে ইলিশ লবণ পানি ছেড়ে মিঠা পানিতে ছুটে আসে। ডিম পাড়ার সময় ইলিশ মাছ চাঁদপুরের মেঘনা নদীর মিঠা পানিতে ছুটে আসে। যেখানে পেদ্মার সাথে মেঘনার মিলন হলো সেটা হলো চাঁদপুর। ডিম ছাড়ার পর ইলিশ মাছ আবার মিঠা পানি ছেড়ে সমুদ্রে চলে যায়। এটি সৃষ্টিকর্তার অপার লীলা। ইলিশ ডিম দেওয়ার সময় হলেই চাঁদপুরের মেঘনাকে খুঁজে ফিরে। তখন তারা মেঘনা নদীতে ছুটে এসে ডিম ছেড়ে আবার সমুদ্রে চলে যায়। ইলিশের এই ডিম থেকে জাটকা জন্ম নিলে তারাও কিন্তু এক সময় সমুদ্রের লোনা পানিতে দল বেঁধে ছুটে চলে। এরা যখন আবার প্রাপ্তবয়স্ক হয় তখন ডিম দেয়ার জন্য পুনরায় মেঘনায় ফিরে আসে। আজ যে চতুরঙ্গের ইলিশ উৎসব হচ্ছে ১১ বছর আগে থেকে অনেক চিন্তা-ভাবনা করে এই উৎসব শুরু করেছে।
তিনি আরো বলেন, জেলেদের সরকার চাল দিয়ে থাকে মা ইলিশ আর জাটকা না ধরার জন্য। এদের সচেতন করতে আমার আপনার সবার দায়িত্ব। অসাধু জেলেদের চিহ্নিত করার জন্য জেলে প্রতিনিধিরাই যথেষ্ট। আজকের ইলিশ আর ৩ বছরের আগের ইলিশের মধ্যে স্বাদে অনেক তফাৎ রয়েছে। এখন নদীতে ইলিশ নেই নানা কারণে। এর অন্যতম হলো নদী শাসন রোধ ও পানি দূষণ। চাঁদপুরে ইলিশ না পেলে কোন ক্রেতা তা ক্রয় করবেন না। কেননা অন্য জেলার ইলিশকে চাঁদপুরের বলে কিনে নিয়ে প্রতারিত হবেন না। আমরা ইলিশের জন্য চাঁদপুরকে সাধুবাদ জানাই। জাটকা রক্ষায় যারা অভিযান করে তারা জাটকা জব্ধ করে মায়া কান্না দেখিয়ে এতিমখানায় দেয়ার কথা বলে নিজেরাও লাভবান হচ্ছে।
সংগঠনের চেয়ারম্যান অ্যাড. বিনয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে এবং ইলিশ উৎসবের রূপকার সংগঠনের মহাসচিব হারুন আল রশীদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. ফয়সাল বিন রশিদ, মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান মহসিন পাঠান, ডা. মাসুদ হাসান, ঢাকা ললিতকলা একাডেমির সাইফুল ইসলাম, মৎস্যজীবী নেতা তছলিম বেপারী প্রমুখ।
গোল টেবিল বৈঠকে আজিজুল হক, লে. ফয়সাল বিন রশিদ, সাইফুল ইসলাম ও তরুণ ইউনিয়ন পরিষদ সদস্য পারভেজ রনিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে ঢাকা ললিতকলার শিল্পীদের নৃত্যানুষ্ঠান ও চতুরঙ্গের শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

২৯ সেপ্টেম্বর, ২০১৯।