চরভৈরবীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক অনুদান প্রদান

হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলার চরভৈরবীতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বুধবার (৩০ মার্চ) বেলা ১১টায় এ নগদ অর্থ প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।
তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের অসহায় ক্ষতিগ্রস্ত মানুষজনের খোঁজ-খবর রাখেন। দেশের যে কোন প্রান্তে কেউ ক্ষতিগ্রস্ত হলে প্রধানমন্ত্রীর অনুদান পৌঁছে যায় সেখানে। আজ আমিও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান নিয়ে এসেছি আপনাদের কাছে। জানি আগুনে পুড়ে আপনাদের যে ক্ষতি হয়েছে তার তুলনায় আমাদের এ অনুদান কিছুই না। আমরা আপনাদের পাশে আছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, এখানে অগ্নিকান্ডের ঘটনার খবর শুনার সাথে সাথে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। যাতে করে এখানের ব্যবসায়ীদের স্থায়ী বন্দোবস্তের ব্যবস্থা করা যায়। এর আগেও এই বাজারে আগুনে পুড়ে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু এ জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত জায়গা এখানে আবারো দোকানপাট তুললে আপনারা ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই আমি চেষ্টা করবো যাতে করে আপনারা স্থায়ীভাবে এখানে ব্যবসা করতে পারেন। সে লক্ষ্যে আমি পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ রাখছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আমরা কথা বলবো ব্যবসায়ীরা যাতে সহজ শর্তে লোন পায়। আপনাদের যে মানবিক সহযোগিতা করা হয়েছে তা কিছু নয়। এই সহযোগিতা দিয়ে দুই একদিন চলবে। আপনাদের উপকার হবে যদি আমরা স্থায়ী বন্দোবস্তের ব্যবস্থা করতে পারি। আমার বিশ্বাস আমরা সবাই মিলে আপনাদের জন্য স্থায়ী ব্যবস্থা করতে পারবো।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আহমেদ আলি মাস্টারের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইলিয়াছ লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব, আওয়ামী লীগ নেতা শাহলম পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক আব্দুস ছাত্তার গাজি, সাবেক ছাত্রলীগ নেতা ফখরুদ্দিন আলি আহমেদ, মৎস্যজীবী লীগ নেতা মানিক দেওয়ান, ব্যবসায়ী বীনা, জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক আখন, ছাত্রলীগ নেতা মামুন, রুবেল, সোহাগ, ইউনুছ আহমেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি ফারুকুল প্রমুখ।

৩১ মার্চ, ২০২২।