চরভৈরবীতে চেয়ারম্যান পদে ৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা

হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৭ চেয়ারম্যান প্রার্থীসহ ৫০ জনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন প্রার্থীরা। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ১ জন ও বিদ্রোহী হিসেবে উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতিসহ স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ৭ জনের মনোনয়ন ফরম জমা হয়। রোববার (৬ নভেম্বর) হাইমচর উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা যায়।
এছাড়া সংরক্ষিত ১২ জন, সাধারণ সদস্য ৩২ জনসহ মোট ৫০ জন মনোনয়পত্র জমা দেন। চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ইউসুফ জুবায়ের শিমুল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, স্বতন্ত্র থেকে জেসমিন রশিদ, রেজাউল করিম, আকতার হাওলাদার ও ভুট্টু মুন্সি।
উল্লেখ্য, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৬ নভেম্বর, যাচাই-বাছাই ৭ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ নভেম্বর এবং ভোটগ্রহণ ২৮ নভেম্বর।

০৭ নভেম্বর, ২০২২।