সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলার চরভৈরবী মৎস্য পল্লীতে পুলিশের অভিযানে ৫ লাখ মিটার কারেন্ট জাল ও মাছ ধরার বোট আটক করা হয়। গতকাল রোববার সকাল ১০টায় হাইমচর উপজেলার চরভৈবীতে থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
হাইমচর উপজেলায় মেঘনায় প্রায় ১৯ কিলোমিটার এলাকার মাছ ইলিশ রক্ষা অভিযান চলছে। গত ৯ অক্টোবর থেকে শুরু হওয়া অভিযান আসামি ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। হাইমচরের চরভৈরবী ইউনিয়নে কিছু অসাধু জেলেরা প্রতিদিন আইন অমান্য করে মা ইলিশ নিধন করছে এমন অভিযোগের ভিত্তিতে হাইমচর থানা পুলিশ, মৎস্য অফিস, জনপ্রতিনিধি, জেলে প্রতিনিধি, সাংবাদিকসহ স্থানীয় জনগন নিয়ে অভিযান পরিচালিত হয়। জালগুলো হাইমচর থানা জব্দ করে রাখা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টার, উপজেলা মৎস্য অফিসার মো. মিজানুর রহমান, জেলে প্রতিনিধি মো. মানিক দেওয়ান প্রমুখ।