চাঁদপুরস্থ শরীয়তপুর কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ

 

স্টাফ রিপোর্টার
চাঁদপুরস্থ শরীয়তপুর কল্যাণ সমিতির উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সমাজিক দূরত্ব বজায় রেখে এই কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুর জেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিতু মিয়া বেপারী।
চাঁদপুরস্থ শরীয়তপুর কল্যাণ সমিতির সহ-সভাপতি মো. আক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ও দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরস্থ শরীয়তপুর কল্যাণ সমিতির যুগ্ম-সম্পাদক ওয়ালিউল্লাহ্ মোল্লা, মো. শাহালম, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মানিক, সদস্য মাকসুদুর রহমান প্রমুখ।
২৬ জানুয়ারি, ২০২১।