চাঁদপুরের বিশিষ্ট ঠিকাদার হাজি মোরশেদ আলমের দাফন সম্পন্ন


স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টনের বড় ভাই, শহরের নতুন আলিম পাড়াস্থ নিবাসী বিশিষ্ট ঠিকাদার হাজি মোরশেদ আলম হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…………..রাজিউন)। গত রোববার দুপুরে তিনি অসুস্থ হলে প্রথমে তাকে চাঁদপুর শহরের বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করে। ঢাকায় নেয়ার পথেই রাত সাড়ে ১০টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৬২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
গতকাল সোমবার বাদ যোহর শহরের রেলওয়ে বায়তুল আমিন জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযা শেষে বাসস্ট্যান্ড এলাকার পৌর কবরস্থানে দাফন করা হয়। মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন মরহুমের ছোট ভাই পৌর আওয়ামী লীগ নেতা মনছুর জিলানী।
হাজি মোরশেদ আলম প্রথম শ্রেণির একজন ঠিকাদার ও চাঁদপুরের সবার পরিচিত মুখ ছিলেন। এছাড়া তিনি শহরের বায়তুল আমিন জামে মসজিদ কমিটির যুগ্ম-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

৩০ জুলাই, ২০১৯।