স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেসে অংশগ্রহণ করতে গতকাল শনিবার চাঁদপুর জেলা যুবলীগ নেতৃবৃন্দ রাজধানীর রাজপথে। বাংলাদেশ যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেসে অংশগ্রহণ করার লক্ষ্যে চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুলের নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মী চাঁদপুর থেকে লঞ্চ যোগে সম্মেলনের উদ্দেশ্যে ঢাকায় যান। নেতৃবৃন্দ সকালে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। সকাল ১০টার সময় সেখান থেকে বিশাল মিছিল নিয়ে সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্দানে উপস্থিত হয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত হরে তোলেন সম্মেলনস্থল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝী, সদস্য মাইনুল হায়দার চৌধুরী, আব্দুল গনি, ফারুক পাটওয়ারী, হারুনুর রশিদ হাওলাদার, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, যুগ্ম-আহ্বায়ক শিমুল হাসান সামনু, তাজুল ইসলাম মিয়াজী, পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ, যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসেন বাবু পাটওয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরের যুবলীগ নেতৃবৃন্দ ঢাকার রাজপথে