চাঁদপুরের ৭টি উপজেলা নির্বাচনে ৯৩ প্রার্থীর মনোনয়ন জমা

এস এম সোহেল
৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ৩য় ধাপে নির্বাচন হবে চাঁদপুরে ৭টি উপজেলাসহ দেশের ১২৭ উপজেলার। আগামি ২৪ মার্চ ১২৭ টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে আলোকে গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো। মনোনয়ন দাখিলের শেষ দিন রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, জেলা নির্বাচন অফিসার মো. হেলাল উদ্দিন খান ও সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার কাছে স্ব-স্ব প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
চাঁদপুরের ৭টি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ২৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩০ জনের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। ফরিদগঞ্জে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন। শাহরাস্তিতে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। কচুয়ায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। হাজিগঞ্জে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন। মতলব দক্ষিন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হিসেব আওয়ামী লীগের এএইচএম গিয়াসউদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেখানে অন্যকোন প্রার্থী না থাকায় অঘোষিত ভাবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন এএইচএম গিয়াসউদ্দিন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন জমা দেন। মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন- নুরুল ইসলাম নাজিম দেওয়ান (আ.লীগ), অ্যাড. মোহাম্মদ মহসিন খান (জাপা), মিজানুর রহমান কালু ভূঁইয়া (স্বতন্ত্র), কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল (স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান পদে আইয়ুব আলী বেপারী (স্বতন্ত্র), নুরুল ইসলাম (জাকের পার্টি), জাহঙ্গীর ভূঁইয়া (স্বতন্ত্র), হারুনুর রশিদ হাওলাদার (স্বতন্ত্র)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আবিদা সুলতানা (স্বতন্ত্র), শিপ্রা দাস (স্বতন্ত্র), আয়েশা রহমান (স্বতন্ত্র) মনোনয়নপত্র দাখিল করেন।
ফরিদগঞ্জে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন- অ্যাড. জাহিদুল ইসলাম রোমান (আ.লীগ), আবু সাহেদ সরকার (স্বতন্ত্র), তোফায়েল আহম্মেদ ভূঁইয়া (স্বতন্ত্র), হাজী সফিকুর রহমান (স্বতন্ত্র), খাজে আহাম্মদ মজুমদার (স্বতন্ত্র) ও আ. গনি। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন- ওয়াহিদুর রহমান রানা (স্বতন্ত্র), আবু সুফিয়ান (স্বতন্ত্র), তছলিম আহমেদ (স্বতন্ত্র), জাকির হোসেন (স্বতন্ত্র), হাজি নাছির উদ্দিন (স্বতন্ত্র), এমরান হোসেন মিলন ভূঁইয়া (স্বতন্ত্র), কামরুজ্জামান সবুজ (স্বতন্ত্র), পাবেল হোসেন পাটওয়ারী (স্বতন্ত্র), মো. হেলাল উদ্দিন (স্বতন্ত্র) ও এনামুল হক খোকন পাটওয়ারী (স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) আসনের মনোনয়ন জমা দেন- সেলিনা আক্তার (স্বতন্ত্র), মাজেদা বেগম (স্বতন্ত্র), হালিমা বেগম (স্বতন্ত্র), রিনা নাসরিন (স্বতন্ত্র) ও রেবেকা সুলতানা।
শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন- মো. ফরিদ উল্ল্যাহ চৌধুরী (আ.লীগ), ইঞ্জি. মকবুল হোসেন (স্বতন্ত্র), খিজির হায়দার (স্বতন্ত্র), বাবুল মিজি (স্বতন্ত্র) ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী মুহাম্মদ ইমদাদুল হক পাটোয়ারী। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন- আনোয়ার হোসেন (স্বতন্ত্র), সেলিম খান (স্বতন্ত্র), তোফায়েল আহম্মেদ ইরান (স্বতন্ত্র), সাইফুল ইসলাম মোল্লা (স্বতন্ত্র), ওমর ফারুক পাটোয়ারী (স্বতন্ত্র) ও ইব্রাহিম খলিল পন্ডিত (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন- হাসিনা আক্তার (স্বতন্ত্র), কামরুন নাহার কাজল (স্বতন্ত্র), মোহছেনা আক্তার (স্বতন্ত্র) ও শাহানাজ আক্তার (স্বতন্ত্র)।
কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন- শাহ্জাহান শিশির (আ.লীগ), আইয়ুব আলী পাটওয়ারী (স্বতন্ত্র), সোহরাব হোসেন চৌধুরী সোহাগ (স্বতন্ত্র), সৈয়দ আব্দুল জব্বার বাহার (স্বতন্ত্র), হুমায়ুন কবির (স্বতন্ত্র), আলহাজ ফয়েজ আহম্মেদ স্বপন (স্বতন্ত্র) ও জিয়াউর রহমান হাতেম (স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন- শাহজালাল প্রধান জালাল (স্বতন্ত্র), মাহবুব আলম (স্বতন্ত্র) ও শাহ পরান (স্বতন্ত্র)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে- সালমা সহিদ (স্বতন্ত্র), সুলতানা খানম (স্বতন্ত্র), আমেনা আক্তার (স্বতন্ত্র) ও শ্যামলী বেগম (স্বতন্ত্র)।
হাজীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান প্রার্থীরা হলেন- গাজী মাইনুদ্দিন (আ.লীগ) ও আমজাদ হোসেন (স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- গোলাম ফারুক মুরাদ (স্বতন্ত্র), মো. মজিবুর রহমান (স্বতন্ত্র), মো. ফখরুজ্জামান (স্বতন্ত্র) ও জাহাঙ্গীর আলম ফরাজী (স্বতন্ত্র)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- পারবিন ইসলাম (স্বতন্ত্র) ও শিউলি আক্তার (স্বতন্ত্র), মুক্তা আক্তার (স্বতন্ত্র), মির্জা শিউলি পারবিন (স্বতন্ত্র) ও খাদিজা বকাউল (স্বতন্ত্র)।
মতলব দক্ষিণে চেয়ারম্যান পদে মুক্তিযোদ্ধা এ.এইচ.এম গিয়াস উদ্দিন (আ.লীগ)। ভাইস চেয়ারম্যান পদে- এমএ আজিজ বাবুল (স্বতন্ত্র), ফারুক পাটওয়ারী (স্বতন্ত্র), মোস্তফা কামাল রনি সরকার (স্বতন্ত্র), মবিন সুজন (স্বতন্ত্র), বাদল ফরাজী (স্বতন্ত্র) ও মেহেদী হাসান রকি (স্বতন্ত্র)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে- ফেরদৌসি বেগম রুনু (স্বতন্ত্র), ফাতেমা আক্তার (স্বতন্ত্র) ও হামিদা জিন্নাত (স্বতন্ত্র)।
মতলব উত্তরে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন- মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস (আ.লীগ) ও মো. সোহরাব হোসেন মিয়াজী (জাপা)। মতলব উত্তরে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন- গিয়াস উদ্দিন চৌধুরী (স্বতন্ত্র), সরকার মো. আলাউদ্দিন (স্বতন্ত্র), অ্যাড. সেলিম মিয়া (স্বতন্ত্র), ইঞ্জি. জামাল হোসেন (স্বতন্ত্র) ও মোতাহার হোসেন খান (স্বতন্ত্র)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন- নিলুফা আক্তার (স্বতন্ত্র), শাহিনা আক্তার (স্বতন্ত্র), পারভীন আক্তার (স্বতন্ত্র), পারভীন কবির (স্বতন্ত্র) ও তাহমিনা কবির (স্বতন্ত্র)।
উল্লেখ্য, দাখিলকৃত মনোনয়ন বাছাই হবে আগামিকাল ২৮ ফেব্রুয়ারি এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ৭ মার্চ। পরদিন ৮ মার্চ প্রার্থী বৈধ ও চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আর এরপর থেকে চাঁদপুরের ৭ উপজেলার প্রার্থীরা মাঠে ভোটযুদ্ধে নামবেন।