চাঁদপুরে অতিরিক্ত জেলা প্রশাসক অসীম চন্দ্র বণিকের যোগদান

শাহ্ আলম খান
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন অসীম চন্দ্র বণিক। গত ৯ জুলাই সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক অসীম চন্দ্র বণিককে ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ জামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. দাউদ হোসেন চৌধূরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, সহকারি কমিশনার ও ম্যাজিস্ট্রেট অমিত চক্রবর্তী, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মেহেদী হাসান মানিক, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরান হোসেন সজীব, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা, ইমরান মাহমুদ ডালিম মোরশেদুল ইসলাম, মঞ্জুরুল মোর্শেদ, অলিদুউজ্জামান, আবিদা সিফাত, উজ্জল হোসেন প্রমুখ।
১৩ জুলাই, ২০২০।