চাঁদপুরে অনূর্ধ্ব-১৯ আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

এস এম সোহেল
চাঁদপুরে অনূর্ধ্ব-১৯ আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে চাঁদপুর স্টেডিয়ামে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এসময় তিনি বলেন, করোনায় দীর্ঘদিন ধরে চাঁদপুরে খেলাধুলা হয়নি। বর্তমানে করোনা সংক্রমণ অনেকটা কমে গেছে। এখন আগের খেলাধুলা চলমান রাখা হবে। খেলার মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সুস্থ থাকার জন্য, সুস্থ শরীর এবং সুস্থ মনের জন্যে খেলাধুলা অত্যন্ত প্রয়োজনীয়। খেললে যেমন সুস্থ থাকে তেমনি মানসিক জড়তা কেটে যায়। মোবাইল, মাদকাসক্তি, কিশোর গ্যাং মুক্ত যুব সমাজ গড়ে তুলতে বেশি করে খেলাধুলার আয়োজন করতে হবে। এই আয়োজন থেকে নতুন দিনের তারকা খেলোয়াড় বেরিয়ে আসবে বলে বিশ্বাস করি। আজ আমাদের জাতীয় খেলার প্রতিযোগিতা আয়োজন করার কারণে চাঁদপুর জেলা পুলিশকে ধন্যবাদ জানাই।
তিনি আরো বলেন, আমরা উৎসবের দ্বারপ্রান্তে পৌঁছে গেছি। আগামি ১৬ ডিসেম্বর সুবর্ণজয়ন্তী উদযাপন করবো। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আমরা নানা কর্মসূচি হাতে নিয়েছি। এখন আমাদের সংক্রমণের হার অনেক কমে গেছে। অনেকটাই স্বাভাবিক জীবন-যাপন করছি। স্বাভাবিক জীবন-যাপনের একটি সুন্দর নির্দশন হচ্ছে আজ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বলেন, এ প্রতিযোগিতার থেকে একটি টিম বাছাই করবো, যারা বিভাগীয় পর্যায়ে খেলবে। বিভাগীয় পর্যায়ে যারা ভালো করবে তারা জাতীয় পর্যায়ে খেলবে। আশা করি এ প্লাটফর্ম থেকে একটি সুশৃঙ্খল টিম বাছাই করে জাতীয় পর্যায়ে দিতে পারবো। এ খেলাটি অন্যান্য খেলার ভিড়ে কিছুটা আড়াল হয়ে হেছে। ছোটবেলাতেও এ খেলা আমরা খেলেছি। এখনকার প্রজন্ম অনেকেই এই খেলার নিয়মকানুন কি বা কিভাবে খেলতে হয় তা জানে না। এই খেলাটিকে নতুনভাবে পুনর্জীবিত করতে আজকের এই আয়োজন।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মাইনুল ইসলাম, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি রোটা. সুভাষ চন্দ্র রায়, রোটা. তমাল কুমার ঘোষ, জেলা ক্রীড়া অফিসার তরিকুল ইসলাম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন মিয়া, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মে. শাহাজাহান কামাল, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ হোসেন, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদসহ ৮ উপজেলা খেলোয়াড়রা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক আব্দুর রহমান গাজী এবং পবিত্র গীতা পাঠ করেন কচুয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সন্তোষ কুমার রায়।

২৪ নভেম্বর, ২০২১।