চাঁদপুরে অসহায় ও দুঃস্থদের মাঝে শিক্ষামন্ত্রীর শীতবস্ত্র বিতরণ

সজীব খান
শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার জনগণের পাশে সব সময় আছেন, থাকবেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার অসহায় ও দুঃস্থ মানুষদের জন্য সারাদেশেই শীতবস্ত্র পাঠাচ্ছে, আর তা প্রশাসনের মাধ্যমে বিতরণ করছেন। দেশটা যেন এগিয়ে যায়, সবাই যেন ভাল থাকেন, সে চিন্তা নিয়েই তিনি কাজ করছেন। বর্তমান সরকারের আমলে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ব্যাপক হারে চালু করেছেন, ভাতার পরিমাণ বাড়িয়ে দিচ্ছেন। এসব সুবিধাগুলো শেখ হাসিনা সরকার করে দিয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলেই দেশের মানুষ ভালো থাকে। দেশের উন্নয়ন অব্যাহত থাকে। প্রধানমন্ত্রী সারাদিন মানুষের কথা ভাবেন, তার বাবা যেভাবে মানুষের জন্য কাজ করেছেন, তিনি ঠিক সেভাবে করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ এখন আর কোন লোক গৃহহীন নেই, গৃহহীন থাকবে না। আমরা ভালো আছি, আমাদের প্রজন্ম যেন ভালো থাকে। সেজন্য আগামি জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকাকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে সবাই মিলে নৌকার পক্ষে কাজ করতে হবে।
ডা. দীপু মনি আরো বলেন, একটি চক্র বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার করে যাচ্ছে। পাঠ্য বই নিয়ে মিথ্যাচার করছে, বইতে নাকি ইসলাম বিরোধী লেখা হয়েছে। যেটা বইতে নাই, তা তারা অপপ্রচার করছে। যারা ইসলামের দোহাই দিয়ে অপপ্রচার করে, তারা প্রকৃত ইসলামের সেবক না। আওয়ামী লীগ সরকারের আমলেই ইসলামের যথাযত মূল্যায়ন থাকে। এ সরকার ইসলামের পক্ষে ব্যাপকহারে কাজ করছে। যারা কোনভাবে ক্ষমতায় যেতে পারে না, তারা সরকারের বিরোধীতা করেন, মানুষ শেখ হাসিনাকে ভোট দিবে, ভোটের বছর তাই তারা অপপ্রচার নিয়ে ব্যাস্ত রয়েছে। ইসলামের ব্যাখ্যা যাতে সবাই সঠিকভাবে দিতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। যে সবগুলো নিয়ে এ বিতর্ক, সে বইগুলো সবাই একটু ভালোভাবে পড়লে সবার ভুলটা দূর হবে। আওয়ামী লীগের হাতে ইসলাম নষ্ট হয় না, ইসলাম রক্ষা হয়।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্ল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছিন আরাফাত, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক মনির গাজী, মৈশাদী ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

২৯ জানুয়ারি, ২০২৩।