এস এম সোহেল :
চাঁদপুর জেলা আনসার ও ভিডিপি বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল মহিউদ্দিন মো. জাবেদ।
তিনি তার বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ে পুলিশের সাথে সমন্বয় রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। দেশের বিভিন্ন উৎসব জাতীয় ও স্থানীয় নির্বাচন, শিল্প-কল কারখানাসহ বিভিন্ন সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আস্থার সাথে দায়িত্ব পালন করে আসছে এই বাহিনী। আর্ত-সামাজিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় এক সাথে কাজ করে দেশকে বদলে দিতে পারে এ বাহিনী।
কুমিল্লা রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক হিরা মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত কমান্ডার ও উপ-পরিচালক আবু তাহের, কুমিল্লা জেলা কমান্ডার আ. মান্নান। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার ইউনিয়নের প্রতিবদন পাঠ করা হয়।
গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের শাহরাস্তি উপজেলা কমান্ডার ডা. আব্দুল ছাত্তারকে স্বর্ণপদক দেয়া হয়। চাঁদপুর সদরে ওয়ার্ড দলনেতা মমিন আখন্দকে রৌপ্য পদক ও দলনেত্রী রহিমা আক্তারকে সেলাই মেশিন, ফরিদগঞ্জ ইউনিয়ন দল নেতা ফিরোজ আলমকে বাই সাইকেল ও মদনা ক্লাব সমিতির সাধারণ সম্পাদক আল-আমিনকে টেলিভিশন দেয়া হয়।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুরে আনসার ও ভিডিপি বার্ষিক সমাবেশ