চাঁদপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন


সুশাসন নিশ্চিতে তথ্য অধিকার আইন বাস্তবায়নের গুরুত্ব অপরিসীম
…..জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান

স্টাফ রিপোর্টার
‘তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার; তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি’ এবারের এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চাঁদপুরে আন্তজার্তিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুরের সহযোগিতায় এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, সুশাসন নিশ্চিতের জন্য তথ্য অধিকার আইন খুবই গুরুত্বপূর্ণ। সব ধরনের অধিকারের ক্ষেত্রে তথ্য অধিকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তথ্য অধিকার আইন সব আইনের চেয়ে ব্যতিক্রম।
তিনি আরো বলেন, আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। বাংলাদেশের সব সেবাদানকারী প্রতিষ্ঠানে এমনকি সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে তথ্যের দুয়ার উন্মুক্ত রয়েছে। যার ফলে মানুষের মাঝে তথ্য আইন ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের জন্য জাতির পিতার স্বপ্ন এবং প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা তা চাঁদপুর জেলায় শতভাগ সফল হবে। আর এজন্য চাঁদপুরের সব নাগরিকের সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করছি। আসুন, আমরা তথ্য আইন ব্যবহারের মাধ্যমে এমনকি নিজ নিজ প্রতিষ্ঠানের তথ্যকে উন্মুক্ত করার মাধ্যমে একটি সুন্দর সোনার বাংলা গড়ে তুলি। তিনি তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়নের জন্য তথ্য দাতা ও তথ্য গ্রহীতা উভয়ের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জামাল হোসেন বলেন, তথ্য প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে বেশি সমৃদ্ধ। তথ্য অধিকার আইন আমাদের কাছে একটি লিগ্যাল ফ্রেমওয়ার্ক। জনগণ সবচেয়ে বেশি তথ্য চাইতে আসে আমাদের কাছে। আর আমরা খুবই স্বতস্ফূর্তভাবে জনগণকে তথ্য প্রদান করে থাকি। বাংলাদেশ সুশাসনের দিক দিয়ে দিন দিন এগিয়ে যাচ্ছে। আপনাদের যেকোন সমস্যায় হটলাইনে ফোন করে সেবা পেতে পারেন। বলতে গেলে আমরা ২৪ ঘণ্টাই জনসাধারণকে সেবা প্রদান করে থাকি। তথ্য পাওয়ার জন্য আমাদের কাছে অনেক আবেদন জমা পড়ে। আমরাও সেগুলোর জবাব দিয়ে থাকি। এমনকি জনসাধারণের চাহিদা মোতাবেক সেবা প্রদান করে থাকি।
তিনি আরো বলেন, সনাক-টিআইবি তথ্য অধিকার আইন বাস্তবায়ন ও এর সুবিধা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে জেলা প্রশাসনের সাথে সহযোগিতার মাধ্যমে তথ্যমেলা, তথ্য অধিকার দিবস, তথ্য অধিকার সপ্তাহ আয়োজনসহ চাঁদপুরে বহুবিধ কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আবিদা সিফাতের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, সনাক সভাপতি অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জেলা তথ্য অফিসার মো. নুরুল হক, জেলা মার্কেটিং অফিসার এমএন রেজাউল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. সামসুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. কবির হোসেন, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ প্রমুখ।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তথ্য অধিকার আইনের উপর আলোকপাত করেন টিআইবির এরিয়া ম্যানেজার মো. মাসুদ রানা। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

৩০ সেপ্টেম্বর, ২০১৯।