মোট আক্রান্ত ৮শ’ ৫, মৃত ৫৫
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে দু’দফা রিপোর্টে নতুন করে আরো ৫৪ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরে ৬ জন (মৃত একজনসহ), হাইমচরে ১০ জন, মতলব উত্তরে ১৫ জন (মৃত দু’জনসহ), কচুয়া ৩ জন, মতলব দক্ষিণ ৯ জন, হাজীগঞ্জে ৫ জন এবং ফরিদগঞ্জে ৬ জন রয়েছে।
চাঁদপুর জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮শ’ ৫ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৫৫ জন। শুক্রবার ও শনিবার এ দু’দিনেই আক্রান্ত হয়েছে ১শ’ ৩৬ জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শনিবার সকালে ১০০টি এবং বিকেলে ১৭ টি রিপোর্ট আসে। এর মধ্যে ৫৪টি পজেটিভ, বাকিগুলো নেগেটিভ।
নতুন আক্রান্তদের মধ্যে মৃত ৩ জনের রিপোর্ট পজিটিভ। এরমধ্যে মতলব উত্তর উপজেলায় একজন। নিত্যলাল (৬৫) ইসলামাবাদ ইউনিয়নের রায়পুর গ্রামের বাসিন্দা এবং জাকির হোসেন (৫৫)।
চাঁদপুর সদর উপজেলায় একজন। সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বাসিন্দা আলহাজ শামসুল হক বহরদার করোনা উপসর্গ নিয়ে শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোডে তার মেয়ের বাড়িতে গত ১৮ জুন মারা যান।
জেলায় ৮শ’ ৫ জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদরে ৩শ’ ৭, শাহরাস্তিতে ৯৩, মতলব দক্ষিণে ৮৮, হাজীগঞ্জে ৮২, ফরিদগঞ্জে ৭৮, হাইমচরে ৬২, মতলব উত্তরে ৬১ ও কচুয়ায় ৩৪ জন।
জেলায় করোনায় মৃত ৫৫ জনের মধ্যে হাজীগঞ্জে ১৪, চাঁদপুর সদরে ১৪, ফরিদগঞ্জে ৬, কচুয়ায় ৫, মতলব উত্তরে ৮, শাহরাস্তিতে ৪ ও মতলব দক্ষিণে ২ জন।
২৭ জুন, ২০২০।