স্টাফ রিপোর্টার
বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বাঙালি জাতির ইতিহাস-ঐতিহ্যের সাথে মিশে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার সৃষ্টি এতোটাই পূর্ণ যে রবীন্দ্রনাথ ছাড়া আমরা কিছুই ভাবতে পারি না। বঙ্গবন্ধু-রবীন্দ্রনাথ ঠাকুর তারা প্রত্যেকে একেকজন আলোর দিশারী। যে আলোর দিশারী মানব জাতিকে অন্ধকার থেকে আলোকিত করার জন্য কাজ করেছেন। তাই রবীন্দ্র-নজরুলের চেতনায় আমরা আমাদের এই দেশটাকে আরো আলোকিত করতে চাই। লক্ষ্য একটাই সমস্ত পথ ধরে আমরা মুক্তির পথে যেতে চাই।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মইনুল হাসান এবং চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন।
কবি ও লেখক ডা. পীযূষ কান্তি বড়–য়ার পরিচালনায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী, জেলা স্কাউট কমিশনার অজয় ভৌমিক প্রমুখ।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান