এস এম সোহেল :
‘আয়কর দিব হেসে, দেশকে ভালবেসে, জনকল্যাণে রাজস্ব’ এ শ্লোগানে চাঁদপুরে আয়কর মেলার উদ্বোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর স্টেডিয়াম প্যাভিলিয়নে আয়কর জেলা অফিসের আয়োজনে ৪ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ নাছির উদ্দিন আহমেদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের দেশের নাগরিকদের মধ্যে যারা স্বাবলম্বী, তাদের কর দেওয়া উচিত। বর্তমানে করদাতার সংখ্যা এক কোটির নিচে রয়েছে। এদের বাড়িয়ে এক কোটিতে আনতে হবে। দেশের প্রত্যেক নাগরিকেরই পরোক্ষভাবে কর দেয়। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখলে প্রতিটি নাগরিকের কর দেওয়ার আহ্বান জানান তিনি।
কুমিল্লা কর অঞ্চলের কমিশনার মো. মাহ্মুদুল হাছান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা প্রদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন, কর আইনজীবী সমিতির সভাপতি শাহ কুদ্দুস।
অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত সহকারী কর কমিশনার আব্দুল হকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক। শ্রেষ্ঠ কর দাতার বক্তব্য রাখেন দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী। আলোচনা সভা শেষে ফিতা কেটে আয়কর মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। মেলায় মোট ৮টি স্টল রয়েছে।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুরে আয়কর মেলার উদ্বোধন