সজীব খান
চাঁদপুরে ইনফরমাল সেক্টরে এ্যাপ্রেনটিসশিপ বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় এটুআই ইনোভেট ফর অলয়ের বাস্তবায়নে সদর উপজেলা অডিটিরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
তিনি তার বক্তব্যে বলেন, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে যদি দক্ষ নাগরিক করা যায় তাহলে আমাদের দেশে কর্ম সংস্থানের সৃষ্টি হবে, দেশ থেকে বেকারত্ব দূর হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে পা দিয়েছে। এ উন্নয়নের মহাসড়ক অব্যাহত রাখতে হলে বিভিন্ন বিষয়ের প্রশিক্ষনের বিকল্প নেই। দক্ষ জনশক্তি সৃষ্টি করতে পারলেই ২০৪১ সালের আগেই বাংলাদেশ স্বনির্ভর দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে চাঁদপুর সদর উপজেলার এ্যাপ্রেনটিসশিপের কো-অর্ডিনেটর মো. তানভির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা প্রমুখ।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুরে ইনফরমাল সেক্টরে এ্যাপ্রেনটিসশিপ বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ