স্টাফ রিপোর্টার
‘বিস্ফোরণ ঝুঁকি মুক্ত থাকুন আজই সিলিন্ডার রি-টেস্ট করুন’ এ শ্লোগানে চাঁদপুরে ইন্ট্রাকো সিএনজি সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারের উদ্বোধন হয়েছে। গত শুক্রবার বিকেলে শহরের খলিশাডুলী ওয়াপদা গেইট (পানি উন্নয়ন বোর্ডের বিপরীতে) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী।
আলোচনা সভায় কোম্পানির মার্কেটেং অফিসার আল দিদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর গাজী, জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো. ফয়সাল আহমেদ ভূঁইয়া, সাইফুল ইসলাম, ঢাকা প্রধান কার্যালয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার মুন্সি আশরাফ আলী, জেনারেল ম্যানেজার মুকুল হোসেন, ডেপুটি ম্যানেজার মো. শাহিনুর আলম শাহিন।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খলিসাডুলি কেন্দ্রিয় জামে মসজিদের খতিব আবদুল মান্নান।
সভায় বক্তারা বলেন, সময়মত আপনারা সিএনজি রি-টেস্টিং করবেন। প্রতি ৫ বছর পরপর সিএনজি রি-টেস্টিং করতে হয়। অনিরাপদভাবে সিএনজি ব্যবহার করবেন না। কারণ, এটি একটি শক্তিশালী বোমার মত। তাই নিজের ও অন্যের জীবন বাঁচাতে মেয়াদ শেষের আগেই সিএনজি সিলিন্ডার রি-টেস্টং করুন। আলোচনা সভা শেষে সিএনজি রি-টেস্টিং মেশিনটি উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
০৮ সেপ্টেম্বর, ২০১৯।