চাঁদপুরে ইসলামী আ‌ন্দোলনের বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ


স্টাফ রিপোর্টার
ভার‌তের সাথে সব দেশবি‌রোধী চুক্তি বাতিল, সন্ত্রাস, দুর্নীতি, মদ-জুয়া, খুন-ধর্ষণ ও বুয়েটের মেধাবী ছাত্র আবারের খুনীদের ফাঁসির দাবি‌তে ইসলামী আ‌ন্দোলন বাংলা‌দেশ চাঁদপুর জেলার শাখার বি‌ক্ষোভ মিছিল ও সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। গতকাল সোমবার বিকে‌লে শহ‌রের শপথ চত্বরে বি‌ক্ষোভ মিছিল পূর্ব সমাবে‌শে প্রধান অ‌তি‌থির বক্তব্য রা‌খেন কেন্দ্রিয় মহিলা ও প‌রিবার কল্যাণ সম্পাদক আলহাজ মাও. মকবুল হো‌সাইন।
তিনি তাঁর বক্ত‌ব্যে বলেন, ‘৭১ সালে বঙ্গবন্ধুর ডা‌কে দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে নেমেছিলেন। সে সময় ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে সহ‌যো‌গিতা ক‌রে‌ছে। তাই‌ ব‌লে কি আমরা বাংলাদেশকে ভার‌তের হা‌তে তু‌লে দিব, নিশ্চই নয়। অ‌নে‌কে ব‌লেন ইসলামী আন্দোলন আওয়ামী লী‌গের দালাল। কখ‌নো ইসলামী আ‌ন্দোলন আওয়ামী লী‌গের দালালি ক‌রে‌নি। দেশে একজন মুসলমান বেঁ‌চে থাকা পর্যন্ত ভারতকে এক ই‌ি জায়গা ছে‌ড়ে দেয়া হ‌বে না। এ‌দে‌শ কা‌রো অঙ্গরাজ্য নয়।
ইসলামী আ‌ন্দোলন বাংলা‌দেশ চাঁদপুর জেলা শাখার সভাপ‌তি শেখ মুহম্মদ জয়নাল আ‌বদী‌ন সভাপ‌তির বক্ত‌ব্যে ব‌লেন, মৌ‌লিক ৩টি বিষ‌য় নি‌য়ে আমরা আ‌ন্দোল‌নে মা‌ঠে নেমে‌ছি। ভারতের সা‌থে কি চু‌ক্তি করা হ‌য়েছে, আবরা‌রের হত্যাকারী‌দের বিচার ও র‌্যাব কর্তৃক ৭ জ‌ন খুনের সুরাহা অদ্যাব‌ধি করা হয়নি। দে‌শের প্রশাস‌নিক শ‌ক্তি‌কে সরকার কা‌জে লা‌গি‌য়ে দেশ প‌রিচা‌লিত কর‌ছে। আগামি ১৫ দি‌নের ম‌ধ্যে বিশেষ টাইব্যুনাল গঠন ক‌রে আবরার হত্যাকারী‌দের ‌বিচার কর‌তে হ‌বে। ১৫ দি‌নে এ হত্যার বিচার না হ‌লে এ আ‌ন্দোলন কঠোর আন্দোল‌নে প‌রিণত হ‌বে।
ইসলামী আ‌ন্দোলন বাংলা‌দেশ চাঁদপুর জেলা শাখার সে‌ক্রেটারী কে এম ইয়া‌ছিন রা‌শেদসা‌নি ও সহকারী প্রচার সম্পাদক মাও. হেলাল আহ‌মদের যৌথ প‌রিচালনায় সমা‌বে‌শে আ‌রো বক্তব্য রা‌খেন ইসলামী জেলা শাখার জ‌য়েন্ট সে‌ক্রেটারী মাও. গাজী মো. হা‌নিফ, সদস্য মাও. জোবা‌য়ের আহ‌মেদ, সাংগঠ‌নিক সম্পাদক মাও. বেলাল হোসাইন রাজী, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ, অর্থ সম্পাদক আলহাজ মামুনুর র‌শিদ খান বেলাল, ইসলামী শ্র‌মিক আ‌ন্দোলন জেলার সভাপ‌তি পীরজাদা মাও. আফসার উ‌দ্দিন, ইসলামী যুব আ‌ন্দোলন জেলার সহ-সভাপ‌তি এ কে এম মোক্তার হোসাইন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আ‌ন্দোন জেলা সভাপ‌তি মো. নেছার উ‌দ্দিন, ইসলামী আ‌ন্দোলন সদর উপজেলা শাখার সি‌নিয়র সহ-সভাপ‌তি ডা. মো. বেলাল হোসাইন, হাজীগঞ্জ উপ‌জেলার সভাপ‌তি হা‌ফেজ শাহাদাৎ হো‌সেইন প্রধানীয়া, ফ‌রিদগঞ্জ উপ‌জেলার সাধারন সম্পাদক ডা. মো. মাসুম বিলাল, শহর শাখার সভাপ‌তি মাও. মুফ‌তি আবু নাঈম তানভীর, ফ‌রিদগঞ্জ পৌর শাখার সভাপ‌তি মাও. মুফ‌তি ফের‌দৌস আল আজাদ প্রমুখ।
পরে শহরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের বরা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

১৫ অক্টোবর, ২০১৯।