চাঁদপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক


স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের নাজিরপাড়া এলাকার ছৈয়াল বাড়ি রোড থেকে ১শ’ ৩৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে ঐ এলাকার ছৈয়াল বাড়ি রোডের তালুকদার ভিলার ৬ষ্ঠ তলা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো- মতলব দক্ষিণ উপজেলার মধ্য পিংড়া বকাউল বাড়ির নূর ইসলাম বকাউলের ছেলে মো. লিটন বকাউল (৩৩) ও তার স্ত্রী সীমা বেগম (২৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাজির পাড়া এলাকার ছৈয়াল বাড়ি রোডের তালুকদার ভিলায় অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী লিটন ও তার স্ত্রীর কাছ থেকে ১শ’ ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে অংশ নেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, ইন্সপেক্টর মজিবুর রহমানসহ মডেল থানা পুলিশের সদস্যরা।

২২ আগস্ট, ২০১৯।