
স্টাফ রিপোর্টার
চাঁদপুর নৌ-পুলিশের মাদক বিরোধী অভিযানে যাত্রীবাহী লঞ্চ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ নারীকে শিশুসহ আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাতে যাত্রীবাহী লঞ্চ এমভি ময়ুর-৭ অভিযান চালিয়ে সুমি আক্তার টুনটুনি (২৫) ও রুপালী আক্তার (১৮) কে আটক করা হয়।
জানা যায়, চাঁদপুর নৌ থানার উপ-পরিদর্শক ফরহাদ রাব্বি ইশান যাত্রীবাহী লঞ্চ এমভি ময়ুর-৭ অভিযান চালান। লঞ্চের ২য় তলার ডেকে বসার স্থান থেকে যাত্রাবাড়ী এলাকার পোড়াবস্তি ১৪নং আউটফল জাহাঙ্গীরের বাড়ির ভাড়াটিয়া পারভেজ সুমনের স্ত্রী সুমি আক্তার টুনটুনি ও মাদারীপুর এলাকার শিবচর থানার বায়রাতলা গ্রামের মুকছেদুল ইসলামের স্ত্রী রুপালী আক্তারকে আটক করা হয়। এ সময় তাদের সাথে হলুদ রঙের পলিথিনের ব্যাগ তল্লাশি করে এর ভিতর ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ফরহাদ রাব্বি ঈমান জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টা ২০ মিনিটের সময় ময়ূর-৭ লঞ্চে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে সুমি ও রুপালীকে আটক করেছি। একই সাথে সুমির একটি শিশুও রয়েছে। তাছাড়া আটক রুপালী জানিয়েছেন সে বর্তমানে ৩ মাসের অন্তঃসত্ত্বা। মাদক উদ্ধার করে আমরা চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-৫) দায়ের করেছি।
০৩ অক্টোবর, ২০১৯।
