স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম দিলীপ চন্দ্র সরকার (৬৫)। তার বাড়ি ফরিদগঞ্জের কড়ৈতলী এলাকায়। গত ১৪ এপ্রিল তিনি করোনার উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন। এরপর নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে তিনি মারা যান।
এদিকে চাঁদপুরে শনিবার আরো ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চাঁদপুর সদর উপজেলার ২৪ জন, কচুয়ার ৭ জন, হাজীগঞ্জ ৬ জন, ফরিদগঞ্জ ১ জন, শাহরাস্তির ৮ জন এবং হাইমচর ১ জন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, একই দিনে ২১জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৫ জন, মতলব দক্ষিণের ১ জন, ফরিদগঞ্জের ৩ জন, শাহরাস্তির ১ জন ও কচুয়ার ১ জন।
নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮২৮জন। মৃতের সংখ্যা বেড়ে হলো ১০৪ জন। সুস্থ হয়েছেন ৩০৭৬ জন।
বর্তমানে চিকিৎসাধীন ৬৪৮ জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ২০ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন।
১৯ এপ্রিল, ২০২১।