বিশেষ প্রতিনিধি :
চাঁদপুরে কলেজ ছাত্রী সায়লা উম্মে রাহি (২২) হত্যা মামলায় ২ আসামিকে রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন রাহির ননদ চাঁদপুর শহরের বাসিন্দা লাভলী আক্তার (৩২) ও তার স্বামী মো. সেলিম বেপারী (৪০)। চাঁদপুর পিবিআই এর পরিদর্শক মো. শাহ্ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৩ সেপ্টেম্বর রাতে বিয়ের ৪৮ দিনের মাথায় যৌতুকের জন্য রাহিকে শ্বশুর বাড়ির লোকজন হত্যা করে বাড়ির ছাদ থেকে ফেলে দেয়। এ ঘটনায় রাহির বাবা মোহাইমেন ভূঁইয়া বাদী হয়ে তাঁর স্বামী সহ শ্বশুর বাড়ির ৭ জনকে আসামি চাঁদপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ রাহির স্বামী জিয়াউল হক মামুন (২৫) ও শ্বশুর আবু তাহের পাটওয়ারীকে (৬০) গ্রেপ্তার করেন। পরে তাঁরা আদালত থেকে জামিনে মুক্তি পান।
রাহি চাঁদপুর সরকারি কলেজের সমাজ কল্যাণ বিভাগের অনার্স ৪র্থ বর্ষের অধ্যয়নরত ছাত্রী ছিলেন। তার বাড়ি চাঁদপুর হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামে। গত ২৮ জুলাই চাঁদপুর শহরের ট্রাক রোড এলাকার বাসিন্দা জিয়াউল হকের সাথে রাহির বিয়ে হয়। বিয়ের ৪৮ দিনের মাথায় ১০ লাখ টাকা যৌতুকের জন্য শ্বশুর বাড়ির লোকজন তাঁকে হত্যা করে ছাদ থেকে ফেলে দেয়।
রাহির বাবা মোহাইমেন ভূঁইয়া অভিযোগ করে বলেন, পুলিশ তদন্তে অবহেলা ও আসামিদের সাথে সখ্যতার কারণে আমরা মামলাটি পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নেওয়ার জন্য আবেদন করি। বর্তমানে পিবিআই মামলাটি তদন্ত করছে। তিনি আরো বলেন, আমরা তাঁদের টাকা পয়সার কাছে অসহায় হয়ে পড়েছি।
এ প্রসঙ্গে চাঁদপুর পিবিআই’র পরিদর্শক মো. শাহ্ আলম জানান, আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুরে কলেজ ছাত্রী হত্যা মামলায় ২ আসামি আটক