
আ.লীগ যে পাতে খায় সে পাত ফুটো করে…………..শামছুজ্জামান দুদু
স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা কৃষক দলের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে শহরের মুনিরা ভবনে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়াম্যান ও কৃষক দল কেন্দ্রিয় কমিটির আহ্বায়ক শামছুজ্জামান দুদু।
তিনি তাঁর বক্তব্যে বলেন, অবৈধ সরকারের দুঃশাসনে কৃষকরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে ধানে আগুন দিচ্ছে। সরকার মধ্যসত্বভোগীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। শেখ হাসিনা ওয়াদা করেছেন ১০ টাকা কেজি দরে চাল আর বিনামূল্যে কৃষকদের সার দিবেন। অথচ আজ দেখুন সব কৃষিপণ্যের দাম বেড়ে কৃষকের নাগালের বাইরে চলে গেছে। এজন্যই সব পণ্যের মূল্য সাধারণ জনগণের নাগালের বাইরে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ যে পাতে খায় সে পাত ফুটো করে। বঙ্গবন্ধুকে কেন হত্যা করেছিল খন্দকার মোস্তাক। এ মোস্তাক ছিল বঙ্গবন্ধুর ছায়া, অথচ তাকে আড়াল করে এ খুনের দায় জিয়াউর রহমানের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। তারা মুখে গণতন্ত্রের কথা বলে অগণতান্ত্রিকভাবে দেশ চালাচ্ছে। মখা আলমগীর এক সময় বলেছিলেন বিএনপি-জামায়াত ঠেলে রানা প্লাজা ফেলে দিয়েছে। এ হলো আওয়ামী লীগ।
তিনি বলেন, দেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন শহীদ জিয়াউর রহমান আর স্বৈরাচারী এরশাদের পতন গঠিয়েছিলেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। আমরা যদি রাস্তায় গিয়ে না দাড়াতে পারি তা হলে এ চোরের দলকে হঠানো যাবেনা, বেগম জিয়াকে মুক্ত করা যাবে না ও তারেক রহমানকে দেশে ফেরানো যাবে না।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। উদ্বোধকের বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রিয় কমিটির সদস্য সচিব কৃষিবিদ হাসান জাকির তুহিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় কৃষক দলের আহ্বায়ক তকদির হোসেন, কেন্দ্রিয় কমিটি যুগ্ম-আহ্বায়ক একেএম মোয়াজ্জেম হোসেন, জামাল উদ্দিন খান মিলন, সদস্য নাছির উদ্দিন হাজারী, কামরুজ্জামান সেলিম, ফেরদৌস পাটওয়ারী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়করা।
জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যা খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, সাধারণ সম্পাদক হযরত আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, মতলব উত্তর উপজেলার সভাপতি হানিফ পাটওয়ারী, কচুয়া উপজেলার সভাপতি ডা. আব্দুল লতিফ, সদর উপজেলার সভাপতি আব্দুল মজিদ মৃধা, ফরিদগঞ্জ উপজেলার সভাপতি মাও. ইদ্রিস, হাইমচর উপজেলার সভাপতি আবু তাহের, মতলব উত্তর পৌর কৃষক দলের সভাপতি আনিছুর রহমান, হাজীগঞ্জ পৌর সভাপতি আবুল খায়ের চৌধুরী, শাহরাস্তি পৌর কমিটির সভাপদি হেদায়েত উল্যা মিন্টু, চাঁদপুর পৌর সভাপতি আমিনুল ইসলাম, মতলব পৌর সভাপতি মাহবুব আলম, কচুয়া পৌর সভাপতি শাহ আলম মিয়া প্রমুখ।
প্রতিনিধি সম্মেলনে এনায়েত উল্যা খোকনকে সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে জেলা কৃষক দলের কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। অনুষ্ঠানের শুরুতে দলীয় সংগীত পরিবেশন করেন জেলা জাসাসের সভাপতি গোলাম মোস্তফা রতন।
০৮ সেপ্টেম্বর, ২০১৯।