শাহ্ আলম খান
চাঁদপুর স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারীসহ বিভিন্ন রোগে আক্রান্ত নারী ও পুরুষের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শনিবার (১৩ জুন) দিনভর ঐ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। সেনাবাহিনীর কুমিল্লা এরিয়ার ৪৪ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় ও ৩৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের সহযোগিতায় প্রদানকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হুদা খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান করোনাকালে গর্ভবতী মায়েরা তাদের স্বাস্থ্যসেবা পেতে বিভিন্ন বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে। তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা এরিয়া, সিভিল সার্জন ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে আমরা গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবার এই কার্যক্রম চালু করেছি।
লে. কর্নেল নাজমুল হুদা খান বলেন, সেনাপ্রধানের নির্দেশনায় কুমিল্লা এরিয়া থেকে ৮টি মেডিকেল টিম বের করেছি। এই ৮টি মেডিকেল টিম আমাদের দায়িত্বপূর্ণ ৬টি জেলায় প্রতিনিয়ত যাবে এবং গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবাসহ তাদের পরিবার-পরিকল্পনার পরামর্শ, পুষ্টিসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা দেয়া হবে।
তিনি আরো বলেন, করোনাকালে তাদের কিভাবে থাকতে হবে এবং কিভাবে চলাফেরা করতে হবে সেইসব পরামর্শ ও বিনামূল্যে ঔষুধ বিতরণ করবো।
এসময় উপস্থিত ছিলেন মেজর খায়রুল ইসলাম, গাইনী বিশেষজ্ঞ মেজর ডা. আসমা, ক্যাপ্টেন ডা. আয়েশা সিদ্দিকা, জেলা পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মো. ইলিয়াছ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা পলিন, ডা. লতিফা নাসরিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ প্রমুখ।
এসময় বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের ব্যবস্থাপত্র দেয়ার পাশাপাশি বিনামূল্যে ঔষধসহ শুকনো খাবার, সাবান ও হ্যান্ড স্যানেটাইজার প্রদান করা হয়।
১৩ জুন, ২০২০।