চাঁদপুরে গোহাটগুলোতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত

সজীব খান
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জেলার প্রতিটি গোহাটে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছ। করোনার ৪র্থ ধাপ দেশে নতুন করে হানা দিলেও মানুষ এখনো সচেতন না হয়ে গাদাগাদি করে গোহাটগুলোতে অবাধে ঘুরাফেরা করছে। গোহাটের ইজারাদাররাও স্বাস্থ্যবিধির বিষয়ে উদাসীন রয়েছে। নতুন করে করোনার এ হানায় সবাইকে সচেতন হয়ে মাস্ক পরিধান করার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু সবাই এখনো সচেতন না হয়ে নিজেদের মনমতো চলছে। আসন্ন ঈদুল আজহায় ঢাকাসহ দেশের প্রতিটি শহর থেকে সবাই গ্রামে ছুটে আসছে। সবাই এখন গ্রামমুখী হয়ে ঈদ করার জন্য চলে আসছে। এসেই গোহাটগুলোতে গরু ক্রয় করার জন্য ছুটে চলছে।
কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিয়ে চলা চলের কথা থাকলে ও চাঁদপুরের গোহাটে গাদাগাদি করে ক্রেতা-বিক্রেতা চলাচল করছে। বেচাবিক্রি হয়েছে আশপাশের যারাই গতকালের বাজার স্বচক্ষে বিষয়টি দেখেছে তাদের মাঝে চরম ক্ষোভ দেখা গেছে। সরকারের নিদের্শনা উপেক্ষা করে ইজারাদাররা গরুর বেচা-কেনার ব্যবস্থা রাখায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সম্প্রতি দেশে করোনার সংক্রমণ বেড়ে গেছে। প্রতিটি জেলাতেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। মাস্ক পরিধান করে সামাজিক দূরত্ব নিয়ে চলাচলের উপর জোর দিতে হবে ইজারাদারদের। প্রয়োজন ছাড়া গোহাটগুলোতে উৎসুক জনতার ঘুরাফেরার বিষয়টি বন্ধ করতে হবে।

০৭ জুলাই, ২০২২।