
স্টাফ রিপোর্টার :
চাঁদপুরে টিভিএস অটো বাংলাদেশের অনুমোদিত মেসার্স চাঁদ ট্রেডার্সের শো-রুম উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুরে শহরের স্টেডিয়াম রোড এলাকায় সিটি হসপিটাল সংলগ্ন নতুন টিভিএস কম্পানির শো-রুমটির ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটওয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন টিভিএস বাংলাদেশ কুমিল্লা জোনের রিজোন্যাল ম্যানেজার নসিবুর রহমান প্রধান, মার্কেটিং অফিসার আমানুল আরিফ, চাঁদপুর টিভিএস অটো বাংলাদেশের অনুমোদিত চাঁদ ট্রেডার্সের চেয়ারম্যান মো. ইসমাইল বেপারী, এমডি মো. সাদিক, ডিরেক্টর মো. শাহিদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব মাও. ওলিউর রহমান।
চাঁদ ট্রেডার্সের এমডি মো. সাদিক জানান, চাঁদপুরে টিভিএস অটো বাংলাদেশের অনুমোদিত মেসার্স চাঁদ ট্রেডার্সের শো-রুমে টিভিএস এপাসি আর টি আর, মেট্টো ও মেট্টো প্লাস এবং স্টাইকার বাইক রয়েছে। প্রত্যেক বাইকের সাথে অর্থ ছাড়সহ আকর্ষণীয় উপহারের ব্যবস্থা রাখা হয়েছে।